‘ক্যাপ্টেন জ্যাক স্প্যারো’ হিসেবে পরিচিত জনি ডেপকে ‘ফ্যান্টাস্টিক বিস্ট’ সিরিজ থেকে সরে যেতে বলেছে প্রোডাকশন কোম্পানি ওয়ার্নার ব্রোস।
নিজের ইনস্টাগ্রাম পেজে গত শুক্রবার এ খবর জানিয়েছেন জনি ডেপ।
‘ফ্যান্টাস্টিক বিস্ট’ সিরিজে কালো জাদুকর গিলার্ট গ্রিন্ডেলওয়ার্ল্ড চরিত্রে অভিনয়ের কথা ছিল জনপ্রিয় এই অভিনেতার।
ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘ওয়ার্নার ব্রোস আমাকে ফ্যান্টাস্টিক বিস্ট সিরিজ থেকে সরে যেতে বলেছে। আমি তাদের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে একমত হয়েছি।’
জনি ডেপের এই খবরে দুঃখ প্রকাশ করেছেন ভক্তরা। ইনস্টাগ্রামের পাশাপাশি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ‘হ্যাশট্যাগ জাস্টিস ফর জনি ডেপ’ আন্দোলন। ভক্তরা বলছেন, জনি ডেপকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে।
ভক্তদের প্রতিক্রিয়ায় জনি ডেপ আরেকটি পোস্টে লিখেছেন, ‘আমি জানি, আপনারা আমার পাশে ছিলেন, আছেন আর থাকবেন। বিশেষ করে গত কয়েক বছরে আপনাদের নিঃস্বার্থ সমর্থন আমাকে শক্তি জুগিয়েছে। যুদ্ধের ময়দানে উঠে দাঁড়াতে অনুপ্রাণিত করেছে।’
বছর তিনেক হলো নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন জনি ডেপ। করোনার কারণে যুক্তরাষ্ট্রে লকডাউন শুরু হলে এই তারকা যোগ দেন ইনস্টাগ্রামে।
কয়েক বছর ধরেই আন্তর্জাতিক মিডিয়া ফলাও করে প্রকাশ করছে জনি ডেপ ও তার সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের মামলার ঘটনা। গায়ে হাত তোলার অভিযোগে জনির বিরুদ্ধে মামলা করেছিলেন অ্যাম্বার। এরপর অ্যাম্বারও যে জনির গায়ে হাত তুলেছিলেন, সেই অডিও ফাঁস হয়েছে।
জনি ডেপ চান না, তার সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের এই মামলায় নিজের জীবন ও ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হোক। তাই মামলার শেষ দেখে ছাড়বেন বলে জানিয়েছেন তিনি।
ফ্যান্টাস্টিক বিস্ট থ্রি’র প্রি প্রোডাকশন চলছে। যত দ্রুত সম্ভব শুটিং শুরু করবে ওয়ার্নার ব্রোস। গিলার্ট গ্রিন্ডেলওয়ার্ল্ডের জন্য নতুন চরিত্র খুঁজছেন তারা। ২০২২ এর গ্রীষ্মে ছবিটি মুক্তি পাওয়ার কথা।
২০১৬ সালে মুক্তি পায় এই সিরিজের প্রথম ছবি ‘ফ্যান্টাস্টিক বিস্ট অ্যান্ড হোয়্যার টু ফাইন্ড দেম।’ দেড়শ’ কোটি টাকা খরচায় বানানো ছবিটি আয় করে প্রায় ৭০০ কোটি টাকা।
পরের ছবি ‘ফ্যান্টাস্টিক বিস্ট: দ্য ক্রাইমস অব গ্রিন্ডেলওয়ার্ল্ড’ মুক্তি পায় ২০১৮ সালে। এটিও বক্স অফিসে হিট হয়।