জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিজের নগ্ন ছবি শেয়ার করেছিলেন ভারতীয় মডেল ও অভিনেতা মিলিন্দ সোমান। এ ছবির কারণেই তাকে অভিযুক্ত করেছে পুলিশ।
‘হ্যাপি বার্থ ডে টু মি!’ ক্যাপশন লেখা ছবিটি বুধবার ভারতের গোয়ার সমুদ্র সৈকতে তোলা।
ইনস্টাগ্রামে শেয়ারের পর ১ লাখ ৪৭ হাজারের বেশি লাইক পড়েছে ছবিতে। কমেন্ট পড়ে হাজারের বেশি।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়, সোমানের বিরুদ্ধে অভিযোগ করে আঞ্চলিক রাজনৈতিক দল গোয়া সুরক্ষা মঞ্চ। দলটি বলেছে, সোমান প্রকাশ্য অশ্লীলতায় লিপ্ত হয়েছিলেন। এতে গোয়ার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
শুক্রবার পুলিশ, অনলাইনে জনসাধারণের সামনে অশ্লীল ও নগ্ন ছবি প্রকাশের ঘটনায় সোমানকে অভিযুক্ত করে।
এ বিষয়ে বোম্বাই টাইমসকে দেয়া এক সাক্ষাত্কারে সোমানের স্ত্রী অঙ্কিতা কোনওয়ার বলেন, ‘এটি ইতিবাচক পোস্ট ছিল। কিন্তু আপনারা বিষয়টি ঘোলা করলেন।
‘আমি মনে করি যে নিজেকে যারা প্রকাশ করে তাদের চারপাশেই অবিশ্বাস্য আলো ও শক্তি রয়েছে। আর লোকজন তাদের উপস্থিতি পছন্দ করতে শুরু করে। মিলিন্দ সবসময় এ রকম ছিল।’
গোয়া সুরক্ষা মঞ্চের সভাপতি সমীর খুটওয়াল ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, সোমানের বিরুদ্ধে অভিযোগ আনায় তিনি খুশি।
দ্বিতীয়বারের মতো সোমানের বিরুদ্ধে এমন অশ্লীলতার অভিযোগে মামলা করা হয়েছে।
১৯৯৫ সালে একটি বিজ্ঞাপনে নগ্ন হওয়ার ঘটনায় অভিযুক্ত হন সোমান ও মডেল মধু সাপ্রে।