জনপ্রিয় তারকা দম্পতি তৌকীর আহমেদ ও বিপাশা হায়াতের যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়া নিয়ে কয়েক দিন আগে খবর প্রকাশিত হয় কিছু সংবাদমাধ্যমে। এরপর থেকেই বিষয়টি নিয়ে চলছে আলোচনা।
এ বিষয়ে অভিনেতা ও পরিচালক তৌকীর আহমেদ নিউজবাংলাকে বলেন, ‘আমাদের ছেলে-মেয়েকে যুক্তরাষ্ট্রের স্কুলে ভর্তি করানো হয়েছে। সে কাজেই বিপাশা ও আমি যুক্তরাষ্ট্রে গিয়েছিলাম।
‘বিপাশা ছেলে-মেয়েদের সঙ্গে কিছুদিন ওখানে থাকবে। কিন্তু আমরা দুজনই দেশে যাওয়া-আসার মধ্যে থাকব।’
তৌকীর জানান, তিনি পরবর্তী সিনেমার কাজে ব্যস্ত। এ মুহূর্তে তার জন্য যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়া সম্ভব নয়।
তিনি আরও জানান, শিগগিরই নতুন সিনেমার বিষয়ে সবাইকে জানাবেন।
তৌকীর আহমেদ এখন কাজ করছেন চ্যানেল আইয়ের ‘রুপালি জ্যোৎস্না’ নামে একটি ধারাবাহিক নাটকে।
১৯৯৯ সালে বিয়ে হয় অভিনেতা তৌকীর ও অভিনেত্রী বিপাশার।