বিদ্যা সিনহা মিম নিজের ফেসবুক ও ইনস্টাগ্রামে রানির বেশে পাঁচটি ছবি পোস্ট করেছেন। গোলাপি ও সাদা রঙের লেহেঙ্গা ও ভারী গয়নায় এ লাক্স সুন্দরীকে ঠিক রানির মতোই দেখাচ্ছে।
ক্যাপশনে মিম লিখেছেন, ‘আমার ছোট্ট জগতের রানি আমি নিজেই’।
ভক্তরাও তার সঙ্গে একমত। ‘দুনিয়ার সব থেকে সুন্দরী’, ‘তুমি আমার মনের রানি’- এমন সব কমেন্টে ভালোবাসা প্রকাশ করছেন তারা।
মিম বৃহস্পতিবার ছবিগুলো ফেসবুকে পোস্ট করার পর চার ঘণ্টায় ১৪০০ কমেন্ট পড়েছে ও শেয়ার হয়েছে ৯৮ বার।
মিম বুধবার সকাল বেলার কিছু ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, ‘শুভ সকাল। সফলভাবে আত্মনিয়ন্ত্রণ শুরু।’ তার পরনে ছিল শরীর চর্চার পোশাক।
২০০৭ সালের লাক্স চ্যানেল আই সুপারস্টারের মুকুটজয়ী মিম এখন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী। ২০০৮ সালে হুমায়ূন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ তার প্রথম সিনেমা।
২০১৯ সালে আরিফিন শুভর বিপরিতে তার শেষ সিনেমা ‘সাপলুডু’ মুক্তি পায়। মিমের নতুন সিনেমা ‘পরাণ’ মুক্তি পাওয়ার কথা ছিল গত ফেব্রুয়ারিতে। তবে করোনা মহামারির কারণে মুক্তি পায়নি।