নেটফ্লিক্স গত কয়েক বছর ধরে তার চলচ্চিত্রগুলোর জন্য অস্কার অর্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। অনলাইন ভিডিও স্ট্রিমিং ওয়েবসাইটটি ছুটির মৌসুমে নতুন নতুন সিনেমা নিয়ে হাজির হবে। করোনা মহামারিতে প্রেক্ষাগৃহ বন্ধ থাকায় নেটফ্লিক্স খুব সহজেই তার দর্শকদের কাছে পৌঁছে যাবে বলে ধারণা করা হচ্ছে।
তবে এসব চলচ্চিত্র বহু আগেই তৈরি হয়েছে। ফলে নেটফ্লিক্স বা বাকি বিনোদন জগত অনুমান করতে পারছে না সামনে আসলে কী ঘটতে চলেছে। তবে নেটফ্লিক্স যেভাবে মানুষের ঘরে ঘরে সিনেমা পৌঁছে দিচ্ছে তাতে তাদের অস্কার পাওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেয়া যাচ্ছে না।
৯৩তম একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার পুরস্কারের আসর বসবে ২০২১ সালের ২৫ এপ্রিল।
নেটফ্লিক্সের কাছে এখন বেশ কিছু ভালো ছবি রয়েছে যা ছুটির সময় স্ট্রিমিং করা হবে। এর মধ্যে রয়েছে ‘ডলি পারটনস ক্রিসমাস অন দ্য স্কয়ার’। মিউজিক্যাল এ সিনেমায় রয়েছে ১৪টি গান। এ ছাড়া আছে‘ দি ক্রিসমাস ক্রনিকেলস’ এর একটি সিকুয়েল। এতে স্যান্টা ক্লসের চরিত্রে অভিনয় করেছেন কার্ট রাসেল।
অস্কার নিয়ে ভবিষ্যদ্বাণী করেন এমন ব্যক্তিরা বলছেন, নেটফ্লিক্স তিনটি সেরা চলচ্চিত্রের মনোনয়ন ছিনিয়ে নিতে পারে। হাই প্রোফাইল এসব চলচ্চিত্র হচ্ছে গ্যারি ওল্ডম্যান অভিনীত ‘মাঙ্ক’। গ্যারি সম্প্রতি ‘ডার্কেস্ট আওয়ার’ চলচ্চিত্রের জন্য অস্কার পেয়েছেন।
জর্জ ক্লুনি অভিনীত ‘দ্য মিডনাইট স্কাই’। একজন মহাকাশচারী এক বিপর্যয়ের পর পৃথিবীতে ফিরে-এসেছেন এটাই হচ্ছে দ্য মিডনাইট স্কাইয়ের গল্প।
আরেকটি চলচ্চিত্র হচ্ছে ‘হিলিবিলি এলেজি’। আমেরিকান লেখক জে ডি ভ্যান্সের স্মৃতিকথা অবলম্বনে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে।
অস্কার পাওয়ার জন্য কয়েক বছর ধরেই বিখ্যাত পরিচালকদের ছবিতে লগ্নি করছে নেটফ্লিক্স।
এর আগে ২০১৩ সালে এমি অ্যাওয়ার্ড পাওয়ার জন্যও এভাবে মরিয়া হয়ে উঠেছিল নেটফ্লিক্স। সে বছর এই প্রতিষ্ঠানের ট্রাম্প কার্ড ছিল জনপ্রিয় সিরিজ ‘হাউস অব কার্ডস’। ওই বছর একাধিক এমি অ্যাওয়ার্ড পেয়েছিল নেটফ্লিক্স।