দিন-দ্য ডে এর শুটিং শেষ করতে সম্প্রতি তুরস্ক গেছেন অনন্ত জলিল ও তার স্ত্রী বর্ষা। করোনা মহামারির কারণে স্থগিত ছিল অনন্ত জলিলের অষ্টম এই সিনেমার শুটিং।
সিনেমার নায়িকা বর্ষা মঙ্গলবার ইনস্টাগ্রামে শুটিংয়ের কিছু ছবি ও ভিডিও পোস্ট করেছেন।
অনন্ত জলিল এর আগে রোববার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে সেটের সঙ্গে ভক্তদের পরিচয় করিয়ে দেন। পোস্টের ক্যাপশন দিয়েছেন ‘আমরা এখন তুর্কিতে।’
গত জুনে ইরানে সর্বশেষ শুটিং হয় অনন্ত-বর্ষা জুটির এ সিনেমার। এখন শুটিং চলছে তুরস্কের অন্যতম নগরী ইস্তাম্বুলে।
ইরান-বাংলাদেশের যৌথ প্রযোজনার এ সিনেমা অ্যাকশনধর্মী।
ব্যবসায়ী, পরিচালক ও প্রযোজক অনন্ত জলিলের প্রথম সিনেমা খোঁজ-দ্য সার্চ মুক্তি পায় ২০১০ সালে। সেটিসহ তার আলোচিত সিনেমার মধ্যে আছে মোস্ট ওয়েলকাম ১ ও ২, নিঃস্বার্থ ভালোবাসা ও দ্য স্পাই।
গত ১১ অক্টোবর ফেসবুকে এক ভিডিওতে মেয়েদের পোশাককে ধর্ষণের জন্য দায়ী করে নতুন করে আলোচিত-সমালোচিত হন এই নায়ক। অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন এ ঘটনাকে কেন্দ্র করে তাকে বয়কট করার ঘোষণাও দেন।
এরই এক পর্যায়ে অনন্ত জলিল ক্ষমা চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন এবং সমালোচিত অংশটি বাদ দিয়ে ভিডিওটি নতুন করে শেয়ার করেন।