অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের সঙ্গে ডকুমেন্টারি নির্মাণের চুক্তি করেছেন জনপ্রিয় ব্রিটিশ ফুটবলার ডেভিড বেকহ্যাম ও তার পরিবারের সদস্যরা।
বেকহ্যামের ক্যারিয়ার ও তার জীবনের ঘটনা নিয়েই তৈরি করা হবে ডকুমেন্টারিটি। সঙ্গে পরিবারের কিছু কিছু উল্লেখযোগ্য ঘটনার ফুটেজও দেখানো হবে।
বিনোদনকেন্দ্রিক সংবাদমাধ্যম ডেডলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, নেটফ্লিক্সের সঙ্গে যৌথ প্রযোজনায় আছে ডেভিডের প্রোডাকশন কোম্পানি ‘স্টুডিও ৯৯’।
ব্রিটিশ পরিবারের প্রতিটি সদস্যই জনপ্রিয়। ডেভিড বেকহ্যাম পরিচিত তার ফুটবল ক্যারিয়ারের জন্য। ম্যানচেস্টার ইউনাইটেড, প্রেস্টন নর্থ এন্ড, রিয়াল মাদ্রিদ, মিলান, এল এ গ্যালাক্সি, প্যারিস সেইন্ট জারমেইন ও ইংল্যান্ড ন্যাশনাল টিমের জন্য খেলেছেন তিনি। তার ২০ বছরের ক্যারিয়ারে চারটি দেশের হয়ে ফুটবল লিগ জিতেছেন।
বেকহ্যামের স্ত্রী ভিক্টোরিয়া বেকহ্যাম ব্রিটিশ পপ ব্যান্ড ‘স্পাইস গার্লস’ এর সাবেক সদস্য। বর্তমানে তিনি একজন ফ্যাশন ডিজাইনার।
১৯৯৯ সালে বিয়ে করেন বেকহ্যাম ও ভিক্টোরিয়া। তাদের চার সন্তান ব্রুকলিন জোসেফ, রোমিয় জেমস, ক্রুজ ডেভিড ও হারপার সেভেন তাদের বাবা-মায়ের জনপ্রিয়তার কারণে সুপরিচিত।