‘বলিউড বাদশাহ’ শাহরুখ খান ও অভিনেতা সঞ্জয় কাপুরের মেয়ে শানায়া কাপুরের জন্মদিন আজ সোমবার। তাদের মধ্যে প্রথম জন বাবা, দ্বিতীয় জন বান্ধবী। তাই দুজনকেই একসঙ্গে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শাহরুখকন্যা সুহানা খান।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামের স্টোরিতে শুভেচ্ছা জানান তিনি।
স্টোরিতে ২০১৯ সালে তিন জনের তোলা একটি ছবি যুক্ত করেন সুহানা। তাতে লেখা, ‘লাভ। হ্যাপি বার্থডে টু মাই বেস্ট ফ্রেন্ডস।’
পোস্টে শাহরুখের ৫৫ ও শানায়ার বয়স ২১ বছর উল্লেখ করে দেন সুহানা।
শানায়ার সঙ্গে শাহরুখকন্যার বন্ধুত্ব দীর্ঘ দিনের। বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গেই দেখা যায়।
শাহরুখ তার জন্মদিন উদযাপন করছেন আজ। ১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমা দিয়ে তার ২৮ বছরের অভিনয় জীবনের শুরু। ‘বাজিগর’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যা’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘ওম শান্তি ওম’, ‘দেবদাস’, ‘দিল সে’, ‘আশোকা’ তার ক্যারিয়ারের অন্যতম সিনেমা।
২০১৮ সালে এ অভিনেতার শেষ সিনেমা ছিল ‘জিরো’। দুই বছরের বিরতির পর সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ নিয়ে ফিরবেন শাহরুখ। সঙ্গে থাকবেন দীপিকা পাডুকোন ও জন আব্রাহাম।