ব্রিটিশবিরোধী আন্দোলনের শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা ‘প্রীতিলতা’।
এতে ‘প্রীতিলতা’ চরিত্রে অভিনয় করছেন ঢাকাই চলচ্চিত্রের এ সময়ের আলোচিত চিত্রনায়িকা পরীমনি।
রোববার সকাল থেকে সিনেমাটির শুটিং শুরু হয়েছে রাজধানীর উত্তরায়।
সন্ধ্যায় সিনেমাটির নির্মাতা রাশিদ পলাশের সঙ্গে কথা হয় নিউজবাংলার ।
তিনি বলেন, ‘শুটিং শুরু হয়েছে সকাল থেকেই। এখনও চলছে।’
প্রথম দিনের শুটিংয়ের অগ্রগতি নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।
বললেন, ‘দারুণভাবে কাজ এগুচ্ছে। পরীমনি ও সহশিল্পীরা সবাই দারুণ কাজ করছেন।’
সিনেমার জন্য পরীমনি প্রায় এক বছর প্রস্তুতি নিয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘প্রীতিলতাকে ভালোভাবে জানার চেষ্টা করেছেন পরীমনি, এজন্য তার ওপর পড়াশোনাও করছেন তিনি।’
রাশেদ পলাশ জানান, প্রথম ধাপে ঢাকায় বিভিন্ন লোকেশনে এক সপ্তাহ শুটিং হবে। এরপর শুটিং হবে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায়।
শনিবার এক ফেসবুক স্ট্যাটাসে ‘প্রীতিলতা’র শুটিং নিয়ে পরীমনি লিখেছেন, ‘শুটিং টুটিংএর তো কোন ফিল হচ্ছে না আমার। যুদ্ধে যাচ্ছি বলে মনে হচ্ছে!! ১ তারিখ আসেনা ক্যান। প্রীতিলতা ঘরে থাকে ক্যমনে !!!’
সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গোলাম রাব্বানী। পোশাক পরিকল্পনা করেছেন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল।