ভক্তদের মতে সেরা জেমস বন্ড ছিলেন স্যার শন কোনারি। ১৯৬২ সালে ‘ডক্টর নো’ দিয়ে শুরু জেমস বন্ড চরিত্রে অভিনয়। এরপর থেকে সাতটি জেমস বন্ড সিনেমায় অভিনয় করেন ‘নাইট’ উপাধিপ্রাপ্ত এ অভিনেতা।
জেমস বন্ডের চরিত্রে অভিনয় ছাড়াও তিনি আরো ৮৭টি সিনেমায় অভিনয় করেছেন, যেগুলো সমানভাবে জনপ্রিয়।
এখানে তার সেরা পাঁচ গোয়েন্দা সিনেমা:
দ্য নেম অব দ্য রোজ (১৯৮৬)
ইতালিয়ান লেখক, দার্শনিক ও মেডিভালিস্ট উমবের্তো একোর উপন্যাস দ্য নেইম অব রোজ অবলম্বনে একই নামে তৈরি হয় সিনেমা। ঐতিহাসিক রহস্যধর্মী এ সিনেমাটি পরিচালনা করেন ফরাসি পরিচালক জঁ জাক্কা আনাউ। শন কোনারি এ সিনেমায় একজন ফরাসি রোমান ক্যাথলিক ধর্মপ্রচারকের ভূমিকায় অভিনয় করেন। তার চরিত্রের নাম উইলিয়াম অব বাস্কারভিল। ধর্ম প্রচারের কাজে নিয়োজিত সন্ন্যাসীদের রহস্যময় খুনের সমাধান করতে ডাকা হয় উইলিয়াম অব বাস্কারভিলকে। ইতিহাস ও সংকেতবাদের উপর ভিত্তি করে তিনি এ রহস্যের সমাধান করেন। ১৯৮৮ সালে সেরা অভিনেতা হিসেবে উইলিয়াম অব বাস্কারভিল চরিত্রে অভিনয়ের জন্য তিনি ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ড (বাফটা) পুরস্কার পান।
দ্য আনটাচেবলস (১৯৮৭)
আমেরিকার ক্রাইম থ্রিলার সিনেমা দ্য আনটাচেবলস। ব্রায়ান ডি পালমার পরিচালনায় এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেন রবার্ট ডি নিরো। শন কোনারি অভিনয় করেন পার্শ্বচরিত্র জিমি মালোনের ভূমিকায়। আইরিশ-আমেরিকান পুলিশ অফিসারের চরিত্রটি তাকে এনে দেয় অস্কার ও গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড সহ আরও অনেক পুরস্কার।
ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য লাস্ট ক্রুসেড (১৯৮৯)
দুঃসাহসিক অভিযানের গল্প ইন্ডিয়ানা জোনস। স্টিভেন স্পিলবার্গ পরিচালিত ইন্ডিয়ানা জোনস সিরিজের তৃতীয় সিনেমা ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য লাস্ট ক্রুসেড। এ সিনেমায় শন কোনারি ইন্ডিয়ানা জোনসের বাবার ভূমিকায় অভিনয় করেন। হেনরি ওয়াল্টন জোনস তার চরিত্রের নাম, যিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের মধ্যযুগ বিষয়ের শিক্ষক। এ চরিত্রের জন্য তিনি ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হন।
দ্য হান্ট ফর রেড অক্টোবর (১৯৯০)
যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে চলা ঠাণ্ডা যুদ্ধের পটভূমিতে তৈরি গোয়েন্দা-থ্রিলারধর্মী সিনেমা দ্য হান্ট ফর রেড অক্টোবর। সোভিয়েত ইউনিয়ন রেড অক্টোবর নামে একটি নিউক্লিয়ার মিসাইল সাবমেরিন দিয়ে যুক্তরাষ্ট্রে হামলা করার পরিকল্পনা করে। এই সাবমেরিনের ক্যাপ্টেন মার্কো রামিউস চরিত্রে অভিনয় করেন শন কোনারি। তিনি এ চরিত্রের জন্য ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হন।
দ্য রক (১৯৯৬)
মাইকেল বের পরিচালনায় দ্য রক একটি অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমা। শন কোনারি এখানে ব্রিটিশ আর্মির স্পেশাল এয়ার সার্ভিসের একজন ক্যাপ্টেনের ভূমিকায় অভিনয় করেন। তার চরিত্রের নাম জন প্যাট্রিক মেসন। শন কোনারির সঙ্গে এ সিনেমায় আরো অভিনয় করেন নিকোলাস কেজ ও এড হ্যারিস। ৩৩৫ মিলিয়ন ডলার আয় করে এ সিনেমাটি ১৯৯৬ সালে বক্স অফিসে চতুর্থ স্থান লাভ করে।