ফরাসি পণ্য বর্জনের ঘোষণা দিয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেই ঘোষণা দেয়ার পর অনেকেই তার সিদ্ধান্তের সমালোচনা করেছেন।
শুক্রবার মধ্যরাত ২টা ৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে তিনি লেখেন, ‘আমি আমার কার্টিয়ে ঘড়িটি ফেলে দিচ্ছি।’
কার্টিয়ে মূলত ফরাসি ব্র্যান্ডের ঘড়ি।
রাতে পোস্ট করার পরই পোস্টের মন্তব্যে নানাজন নানা ধরনের মন্তব্য করেছেন। অনেকেই সমালোচনা করে লিখেছেন, তার মতো অভিনেত্রীর এমন কথা মানায় না।
নানা মুনির নানা মতের জবাব দিতেও ছাড়েননি এই অভিনেত্রী। শনিবার বিকেল ৩টা ৩৩ মিনিটে আরেকটি পোস্ট দেন নুসরাত ফারিয়া। সেখানে তিনি তার সমালোচকদের সমালোচনা করেন ও নিজের অবস্থানের স্পষ্ট ব্যাখ্যা দেন।
সেই পোস্টে নুসরাত ফারিয়া বলেন, কেন আমরা সহজ বিষয়টিকে জটিল করছি? কারো বিবৃতি আমার ভালো লেগেছে, সেটা কী আমি শেয়ার করতে পারবো না। আমি অভিনেত্রী বলে আমার কোনো মতামত থাকতে পারবে না?
তিনি লেখেন, আমার ধর্ম, আমার বিশ্বাস। এমন কিছু যা মেনে চলা কঠিন হবে সেটাও আমরা বলার দুইশো ভাগ অধিকার আছে। এটাই আমার অনুভূতি এবং এটা শেয়ার করার অধিকার আছে। আপনি যদি একে ভিন্নভাবে নিতে চান বা ভিন্ন দিকে নিতে চান তাহলে সেটা আপনার মানসিকতা।
কিন্তু সেখানেও থেমে নেই নুসরাত ফারিয়ার সমালোচনা।
ইসলাম ধর্ম নিয়ে ‘বিদ্বেষপূর্ণ’ মন্তব্য করায় বিশ্বের বিভিন্ন দেশসহ বাংলাদেশেও গত কয়েকদিন ধরে বিক্ষোভ চলছে। এরই মধ্যে দেশটির পণ্য বর্জনের ঘোষণা দিয়েছেন কেউ কেউ।
তারই ধারাবাহিকতায় ফরাসি পণ্য বর্জনের ঘোষণা দিয়েছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী নুসরাত ফারিয়া।