যুক্তরাষ্ট্রের আলোচিত মিডিয়া ব্যক্তিত্ব কিম কারডাশিয়ানের ৪০তম জন্মদিনে তার স্বামী র্যাপার কানিয়ে ওয়েস্ট তাকে একটি উপহার দিয়েছে।
বিলাসবহুল কোনো বাড়ি বা দামি কোনো গয়না নয়, কিম উপহার পেয়েছেন তার প্রয়াত বাবা রবার্ট কারডাশিয়ানের হলোগ্রাম।
রবার্ট কারডাশিয়ানের থ্রিডি হলোগ্রামটি কারডাশিয়ান পরিবারের জন্য ২ মিনিট ২৫ সেকেন্ডের এক আবেগপূর্ণ বার্তা। সেখানে বলা হয়েছে, তাদের বাবা তাদেরকে উপর থেকে দেখছেন এবং পরিবারের সব সদস্যের সাফল্য নিয়ে তিনি গর্বিত। কিমের আইনজীবী হওয়ার সিদ্ধান্তেও তিনি আনন্দিত।
তার বাবা রবার্ট কারডাশিয়ান যুক্তরাষ্ট্রের নামকরা আইনজীবী ছিলেন। তিনি ১৯৯৫ সালে জাতীয়ভাবে পরিচিতি পান তার বন্ধু ও জে সিম্পসনের মামলা লড়ে। দুই মাস ক্যান্সারের সঙ্গে লড়াই করে ২০০৩ সালে তিনি মারা যান।
ব্যবসায়ী ও আইনজীবী কিম তার ইন্সটাগ্রামে রবার্ট কারডাশিয়ানের হলোগ্রাম ভিডিওটি শেয়ার করে তার স্বামীকে ধন্যবাদ জানিয়েছেন। ক্যাপশনে লিখেছেন, ‘স্বর্গ থেকে আসা হলোগ্রাম। আমার জন্মদিনের জন্য কানিয়ে আমাকে এমন একটি উপহার দিল যা সারাজীবন আমার সঙ্গে থাকবে।
‘হলোগ্রামটি খুব জীবন্ত, যা আমাদের বার বার কাঁদিয়েছে। আমার এবং আমার বোন, মা ও ভাইয়ের অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না।’
‘কিপিং আপ উইথ দ্য কারডাশিয়ান’ রিয়েলিটি শো এর মাধ্যমে জনপ্রিয় হওয়া কারডাশিয়ান পরিবারের মেঝো সন্তান কিম। যুক্তরাষ্ট্রের একটি দ্বীপে গত ২১ অক্টোবর পরিবার ও বন্ধুদের নিয়ে ৪০তম জন্মদিন উদযাপন করেন এ তারকা।