বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত হলিউড অভিনেত্রী স্কারলেট জোহান্সন এবার বিয়ে করলেন যুক্তরাষ্ট্রের কৌতুক অভিনেতা কলিন জস্টকে।
‘মিলস অন হুইলস আমেরিকা’ নামের যুক্তরাষ্ট্রভিত্তিক একটি দাতব্য প্রতিষ্ঠান তাদের এই বিয়ের খবর দিয়ে অনুদান চেয়েছে, যারা বয়স্ক মানুষদের জন্য কাজ করে।
‘মিলস অন হুইলস আমেরিকা’ ইন্সটাগ্রামে স্টেটেন আইল্যান্ড ফেরির একটি ছবি পোস্ট করে জানিয়েছে, এ দুই তারকা বৃহস্পতিবার গাঁটছড়া বেঁধেছেন।
পোস্টে তারা বলেছে, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে অন্তরঙ্গ পরিবেশে দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের নিয়ে স্কারলেট জোহান্সন ও কলিন জস্ট বিয়ে করেছেন। অনুষ্ঠানে কোভিড-১৯ এর সব ধরনের সতর্কতা বজায় রাখা হয়।’
অনুদান দেয়ার আহ্বান জানিয়ে দাতব্য প্রতিষ্ঠানটি বলেছে, নবদম্পতি চাইছেন করোনার এই কঠিন সময়ে মিলস অন হুইলসের সঙ্গে থাকতে, যাতে আমেরিকার ঝুঁকিতে থাকা বয়স্ক মানুষদের জন্য সত্যিকারের কোনো পরিবর্তন আনা যায়।
পোস্টে অনুদানে অংশ নিয়ে এই দম্পতির ইচ্ছা পূরণে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
‘ব্ল্যাক উইডো’, ‘জোজো র্যাবিট’, ‘ম্যারেজ স্টোরি’ খ্যাত স্কারলেট কমেডি শো এর ‘স্যাটারডে নাইট লাইভ’ খ্যাত কলিনের সঙ্গে বিয়ের কথা পাকা করেন ২০১৯ সালে।
৩৫ বছর বয়সী স্কারলেট জোহান্সন এর আগে দুইবার বিয়ে করেছেন। আর ৩৮ বছর বয়সী কলিন জস্টের এটাই প্রথম বিয়ে।