দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। তাই অনেকটা অলস সময় পার করছেন তিনি।
শুক্রবার তিনি তার ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে মা ববিতা কাপুরের হাতে মালিশ নিতে দেখা যায় কারিনাকে। চেহারায় প্রশান্তির ছাপ। মুচকি হাসিতে স্নিগ্ধ দেখাচ্ছে আবারো মা হতে চলা এ নায়িকাকে।
পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মায়ের হাতের মালিশ। ভালোবাসা একশোতে একশো।’
কারিনা কাপুর খান ও অভিনেতা সাইফ আলী খান খুব শিগগিরই তাদের প্রথম সন্তান তাইমুরের চতুর্থ জন্মদিন উদযাপন করবেন।
‘জাব উই মেট’, ‘রা ওয়ান’, ‘থ্রি ইডিয়ট’ খ্যাত এ অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছিল ইরফান খান ও ডিম্পল কাপাডিয়ার সঙ্গে ‘আংরেজি মিডিয়াম’ সিনেমায়।
আগামী বছর বড়দিন উপলক্ষে মুক্তি পাবে করন জোহার পরিচালিত কারিনার দুটি ইতিহাসভিত্তিক সিনেমা ‘তাখত’ ও ‘লাল সিং চাড্ডা’। কারিনার বিপরীতে থাকবেন আমির খান।