শুরু হলো অভিষেক কাপুর পরিচালিত ‘চণ্ডীগড় কি আশিকি’ ছবির কাজ। ছবির নায়ক আয়ুষ্মান খুরানা, নায়িকা বাণী কাপুর।
অবশ্য নায়কের জন্য পরিচালক অভিষেকের প্রথম পছন্দ ছিলেন সুশান্ত সিং রাজপুত। এ নিয়ে তার কথাও হয়েছিল সুশান্তের সঙ্গে।
তবে সুশান্তের রহস্যজনক মৃত্যুর ঘটনা অভিষেককে অন্য নায়ক খুঁজতে বাধ্য করে। তার পছন্দের তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন আয়ুষ্মান খুরানা। তাই সুশান্তের জায়গায় আয়ুষ্মানকে নিচ্ছেন তিনি।
কিছু দিন আগে নিজের ইনস্টাগ্রামে ‘চণ্ডীগড় কি আশিকি’ ছবির কাজ শুরু করার কথা জানিয়েছেন আয়ুষ্মান খুরানা।
লিখেছিলেন ‘প্রথমবার আমার হোমটাউনে শ্যুটিং করছি। অভিষেক কাপুরের প্রেমের গল্প নিয়ে তৈরি চণ্ডীগড় কি আশিকির অংশ হতে পরে খুব ভালো লাগছে। ছবির প্রযোজক ভূষণ কুমার ও প্রজ্ঞা কাপুর। আমার বিপরীতে দেখা যাবে বাণী কাপুরকে।’
ইনস্টাগ্রামে বাণী কাপুর ও অভিষেকের সঙ্গে তার একটি ছবিও দেন আয়ুষ্মান।