বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘লাভ হোস্টেল’ আনছেন শাহরুখ-গৌরি

  •    
  • ২৯ অক্টোবর, ২০২০ ১৯:১৭

টুইট বার্তায় রেড চিলিস লিখেছে, ‘নতুন ছবির ঘোষণা নিয়ে আমরা অনেক আনন্দিত। এক তরুণ প্রেমিক জুটি যারা ভালোবাসার জন্য পালাচ্ছে তাদের গল্প নিয়েই লাভ হোস্টেল।’

সুপারস্টার শাহরুখ খানের প্রোযোজনা সংস্থা ‘রেড চিলিস এন্টারটেইনমেন্ট’ তাদের নতুন সিনেমার নাম ঘোষণা করেছে।

বৃহস্পতিবার দুপুরে এক টুইট বার্তায় তারা জানিয়েছে, তাদের নতুন সিনেমার নাম ‘লাভ হোস্টেল’। সিনেমাটির যৌথ প্রযোজনায় রয়েছে দৃশ্যম ফিল্মস। এতে অভিনয় করছেন ববি দেওল, সানিয়া মালহোত্রা ও ভিক্রান্ত মাসি।

ক্রাইম-থ্রিলারটি পরিচালনা করছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত সিনেমাটোগ্রাফার ‘গুরগাও’ সিনেমার পরিচালক শঙ্কর রমন।

রেড চিলিস এনটারটেইনমেন্টের টুইট বার্তা 

 

সিনেমাটি প্রোযোজনা করছেন রেড চিলিস এনটারটেইনমেন্টের সহপ্রতিষ্ঠাতা গৌরি খান এবং প্রযোজক ও চিফ অপারেটিং অফিসার গৌরব ভার্মা। তাদের সঙ্গে আছেন দৃশ্যম ফিল্মসের প্রতিষ্ঠাতা মনিষ মুন্দ্রা।

টুইট বার্তায় রেড চিলিস লিখেছে, ‘নতুন ছবির ঘোষণা নিয়ে আমরা অনেক আনন্দিত। এক তরুণ প্রেমিক জুটি যারা ভালোবাসার জন্য পালাচ্ছে তাদের গল্প নিয়েই লাভ হোস্টেল।’

সিনেমাটির গল্প উত্তর ভারতের এক প্রেমিক জুটিকে নিয়ে, যারা চলার পথে সমাজের নানা বাধার মুখে পড়েন। সব বাধা পেরিয়ে তাদের শুভ পরিণয় হবে না, নাকি স্বপ্নের সমাধী হবে তা জানা যাবে ‘লাভ হোস্টেল’-এ।

রেড চিলিস ও দৃশ্যমের যৌথ প্রযোজনার দ্বিতীয় সিনেমা এটি। এর আগে এ বছরের শুরুতে তারা এনেছে ‘কামিয়াব’ সিনেমা। আগামী বছর নতুন সিনেমাটির শ্যুটিং শুরু হবে এবং মুক্তিও পাবে আগামী বছর।

সূত্র: বিজনেসওয়ার্ল্ড ডটইন

এ বিভাগের আরো খবর