বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ধর্ষণের শিকার নারীর গল্পে ফারিন

  •    
  • ২৯ অক্টোবর, ২০২০ ১৬:৩৫

চিকিৎসকের সঙ্গে সুখী হয় তাহরিমার দাম্পত্য। এরপর তার সঙ্গে ঘটে যাওয়া পাশবিকতার পুনরাবৃত্তি হতে যাচ্ছিল আরেক নারীর জীবনে। ঠিক সে সময়ে ত্রাণকর্তার ভূমিকা নেন তাহরিমা। তার চেষ্টায় বেঁচে যায় ওই নারী।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুশফিক নামের এক জনের সঙ্গে প্রেম হয় মধ্যবিত্ত পরিবারের তাহরিমার। জন্মদিনে প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে বাড়ি ফেরার পথে দলবদ্ধ ধর্ষণের শিকার হন তিনি।

এরপর প্রেমিকের অস্বীকার, সামাজিক অসম্মান, আত্মহত্যার চেষ্টা, সেখান থেকে চিকিৎসকের চেষ্টায় ফিরে এসে নতুন জীবন শুরু হয় তাহরিমার।

ওই চিকিৎসকের সঙ্গে সুখী হয় তাহরিমার দাম্পত্য। এরপর তার সঙ্গে ঘটে যাওয়া পাশবিকতার পুনরাবৃত্তি হতে যাচ্ছিল আরেক নারীর জীবনে। ঠিক সে সময়ে ত্রাণকর্তার ভূমিকা নেন তাহরিমা। তার চেষ্টায় বেঁচে যায় ওই নারী।

ধর্ষণের শিকার হওয়া এক নারীর ঘুরে দাঁড়ানোর এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘গল্পটা আমার’ শিরোনামের টেলিফিল্ম। এর মূল চরিত্রে অভিনয় করছেন তাসনিয়া ফারিন।

‘গল্পটা আমার’ নাটকের একটি দৃশ্যে অভিনেতা মনোজ প্রামাণিকের সাথে অভিনেত্রী তাসনিয়া ফারিন।

 

‘অ্যান ইনার আই’ প্রযোজনা সংস্থার ব্যানারে নির্মিত টেলিফিল্মটিতে অভিনয় নিয়ে ফারিন বলেন, ‘এই কাজ করতে পেরে আমি খুব তৃপ্ত।’

এতে অন্যদের মধ্যে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, জয়ন্ত চট্টোপাধ্যায়, শিল্পী সরকার অপু, বাপ্পা শান্তনু, স্বর্ণলতাসহ আরও অনেকে।

টেলিফিল্মের শ্যুটিং হয়েছে পুরান ঢাকার সূত্রাপুর, গেন্ডারিয়া ও উত্তরার শ্যুটিং হাউজে।

মাছরাঙ্গা টিভিতে আগামী শনিবার রাতে প্রচারিত হবে টেলিফিল্মটি।

এ বিষয়ে পরিচালক শুভ অভিজিৎ ঘোষ নিউজবাংলাকে বলেন, ‘টেলিফিল্মটিতে সাম্প্রতিককালের সহিংসতা ও অনিরাপদ প্রতিকূল সমাজে আত্মমর্যাদা নিয়ে নারীর ঘুরে দাঁড়ানোর গল্পটাই বলতে চেয়েছি। আমি চাই সব নারী এমন করেই সাহসী হয়ে উঠুক।’

এ বিভাগের আরো খবর