বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অনমের ‘অদ্ভুত’ গল্পে মিম

  •    
  • ২৮ অক্টোবর, ২০২০ ২০:২২

‘হোয়াট দ্য ফ্রাই’ নামের এ ওয়েব ফিল্মে মূল চরিত্রে থাকবেন লাক্স সুপারস্টার বিদ্যা সিনহা মিম। মিমকে দেখা যাবে তার বাস্তব জীবনের চরিত্র অর্থাৎ একজন জনপ্রিয় অভিনেত্রীর চরিত্রে।

ভারতের অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম জি ফাইভের জন্য ৪০ মিনিটের ওয়েব ফিল্ম তৈরি করছেন ‘দেবী’ সিনেমার পরিচালক অনম বিশ্বাস।

‘হোয়াট দ্য ফ্রাই’ নামের এ ওয়েব ফিল্মে মূল চরিত্রে থাকবেন লাক্স সুপারস্টার বিদ্যা সিনহা মিম। মিমকে দেখা যাবে তার বাস্তব জীবনের চরিত্র অর্থাৎ একজন জনপ্রিয় অভিনেত্রীর চরিত্রে।

মিম ছাড়া আর কে কে এ সিনেমায় কাজ করবেন তা এখনো চূড়ান্ত হয়নি।  

অনম বিশ্বাস নিউজবাংলাকে বলেন, ‘মিমের সঙ্গে একজন সাধারণ মানুষের খুব অদ্ভুতভাবে দেখা হবে। আশেপাশেও নানা অদ্ভুত ঘটনা ঘটতে থাকবে তাদের ঘিরে। তাই এ ফিল্মের নাম হোয়াট দ্য ফ্রাই।‘

অনম বিশ্বাসের মতে, ফিল্মের গল্প কিছুটা ‘অ্যাবসার্ড’ লাগবে।

তিনি বলেন, ‘ডার্ক হিউমারের প্রতি আমার আগ্রহ আছে। সে জায়গা থেকে মানুষের অনুভূতির বিশ্লেষণ করা হয়েছে এ গল্পে।‘

অনম আরো বলেন, ‘হোয়াট দ্য ফ্রাই’ এর শুটিং শুরু হবে নভেম্বরের প্রথম সপ্তাহে। জি ফাইভে এটি দেখা যাবে ডিসেম্বর মাসে।’

অনম বিশ্বাস সরকারি অনুদানে তার পরবর্তী চলচ্চিত্র নির্মাণ করবেন। মুক্তিযুদ্ধের সময়ে ‘স্বাধীন বাংলা ফুটবল টিম’ নামের একটি ফুটবল দল নিয়ে তার সিনেমার গল্প লেখা হয়েছে। সিনেমার নাম ‘ফুটবল ৭১’।

এ বিভাগের আরো খবর