বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভুল নম্বরে প্রিয়াঙ্কার ক্ষুদেবার্তা!

  •    
  • ২৮ অক্টোবর, ২০২০ ১৯:১০

জিম স্ট্রাউসের পরিচালনায় এ সিনেমার গল্প নেওয়া হয়েছে একটি জার্মান ভাষার সিনেমা ‘SMS Fur Dich’  (তোমার জন্য ক্ষুদেবার্তা) থেকে। সিনেমাটির গল্প একটি মেয়েকে ঘিরে, যে তার বাগদত্তার সঙ্গে বিচ্ছেদের পর নিজেকে সামলে নেয়ার পথ খুঁজছে। এক পর্যায়ে কোনো উপায় না পেয়ে মেয়েটি তার বাগদত্তার পুরানো ফোন নাম্বারে আবেগপূর্ণ ক্ষুদেবার্তা পাঠাতে থাকে।

নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ আউটল্যান্ডারের স্যাম হিউয়েন ও গ্র্যামি অ্যাওয়ার্ডজয়ী গায়িকা সিলিন ডিওনের সঙ্গে নতুন সিনেমা করছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। প্রাথিমকভাবে সিনেমাটির নাম রাখা হয়েছে ‘টেক্সট ফর ইউ’।

জিম স্ট্রাউসের পরিচালনায় এ সিনেমার গল্প নেওয়া হয়েছে একটি জার্মান ভাষার সিনেমা ‘SMS Fur Dich’  (তোমার জন্য ক্ষুদেবার্তা) থেকে। সিনেমাটির গল্প একটি মেয়েকে ঘিরে, যে তার বাগদত্তার সঙ্গে বিচ্ছেদের পর নিজেকে সামলে নেয়ার পথ খুঁজছে। এক পর্যায়ে কোনো উপায় না পেয়ে মেয়েটি তার বাগদত্তার পুরানো ফোন নাম্বারে আবেগপূর্ণ ক্ষুদেবার্তা পাঠাতে থাকে।

কিন্তু ঘটনাক্রমে বার্তাগুলো অন্য এক ছেলের নম্বরে চলে যায়, যে এই মেয়েটির মতো একই পরিস্থিতিতে ছিলেন। এক পর্যায়ে তাদের মধ্যে দেখা হয় ও একে অপরের প্রতি বিশেষ টান অনুভব করে। তবে পেছনের স্মৃতি তারা কেউই ভুলতে পারে না। এভাবেই এগিয়ে যায় সিনেমার গল্প।

‘পাওয়ার অফ লাভ’, ইটস অল কামিং ব্যাক টু মি নাউ’, বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ ও ‘টাইটানিক’ এর থিম সং ‘মাই হার্ট উইল গো অন’ এর মতো রোমান্টিক গানের গায়িকা সিলিন ডিওনের সংগীত এ সিনেমাকে অন্য মাত্রা দেবে বলে আশা করা হচ্ছে।

নেটফ্লিক্স সিরিজ ‘আউটল্যান্ডার’ এর ‘জেমি ফ্রেসার’ খ্যাত স্যাম হিউয়েন সম্প্রতি ভিন ডিসেলের বিপরীতে ‘ব্লাডশট’ নামের একটি অ্যাকশন কমেডি সিনেমায় অভিনয় করেছেন।

হলিউডে প্রিয়াঙ্কা চোপড়ার হাতে আছে আরো অনেক কাজ। এর মধ্যে আছে ‘মেট্রিক্স ৪’, রুসো ব্রাদার্সের ‘সিটাডেল’, নেটফ্লিক্সের ‘দ্য ওয়াইট টাইগার’ ও রবার্ট রড্রিক্সের ‘উই ক্যান বি হিরোস’ এর কাজ।

 

সূত্র: ডেডলাইন

এ বিভাগের আরো খবর