ভারতের সংগীতশিল্পী সুনিধি নায়েককে বিয়ে করেছেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী শায়ান চৌধুরী অর্ণব।
বুধবার পশ্চিমবঙ্গের আসানসোলে দুই পরিবারের অল্প কিছু সদস্যের উপস্থিতিতে তাদের বিয়ে হয়।
তাদের বিয়েতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের নির্মাতা সৃজিত মুখার্জি ও তার স্ত্রী রাফিয়াথ রশিদ মিথিলা।
নতুন জীবনে অর্ণব ও সুনিধিকে স্বাগত জানিয়ে সৃজিত ফেসবুকে একটি পোস্ট করেন। এতে তিনি লিখেন, ‘হারিয়ে গিয়েছো। এই তো জরুরি খবর! কংগ্রাচুলেশন্স অর্ণব ও সুনিধি।’
বোন মিথিলাও বিয়ের কিছু ছবি দিয়ে অর্ণবকে শুভেচ্ছা জানিয়েছেন ফেসবুকে।
অর্ণব দীর্ঘদিন ধরে কলকাতায় আছেন। শান্তিনিকেতনে তার সঙ্গে পরিচয় হয় সুনিধির।
পরিচয়ের পর বেশ কয়েকবার সুনিধিকে নিয়ে বাংলাদেশে শো করতে আসেন অর্ণব।