বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘জি ফাইভ’ এ বাংলাদেশি চার ওয়েব ফিল্ম

  •    
  • ২৭ অক্টোবর, ২০২০ ১৯:২৩

জি ফাইভ গ্লোবালের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা জানান, এ চারটি ওয়েব ফিল্ম সম্পূর্ণ বিনামূল্যে দেখা যাবে। এখন থেকে প্রতি মাসে একটি করে বাংলাদেশি কনটেন্ট প্রকাশ করবে জি ফাইভ।

বাংলাদেশি পাঁচ নির্মাতার চারটি ওয়েব ফিল্ম শিগগিরই দেখা যাবে ভারতের অনলাইন প্ল্যাটফর্ম জি ফাইভে।

মঙ্গলবার অনলাইন সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় জি ফাইভ। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন জি ফাইভ গ্লোবালের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা অর্চনা আনন্দ। সঞ্চালনা করেন বাংলাদেশি অভিনেত্রী ও সঙ্গীতশিল্পী রাফিয়াথ রাশিদ মিথিলা।

ওয়েব ফিল্মগুলো হচ্ছে- আবরার আতহারের ‘মাইনকার চিপায়’, শিহাব শাহীনের ‘যদি, কিন্তু, তবুও’, তানিম নূর ও কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়ের ‘কনট্র্যাক্ট’ ও অনম বিশ্বাসের ‘হোয়াট দ্য ফ্রাই’।  

ওয়েব ফিল্মেরগুলোর মধ্যে প্রথমে প্রকাশিত হবে তিন বন্ধুর গল্প নিয়ে তৈরি ‘মাইনকার চিপায়’।

আবরার আতাহার পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন শ্যামল মাওলা, আফরান নিশো ও শরিফুল রাজ। জি ফাইভের ফেসবুক পেজে মঙ্গলবার সিনেমাটির ট্রেইলারও হয়েছে।

শিহাব শাহীন পরিচালিত ‘যদি, কিন্তু, তবুও’র শুটিং শুরু হওয়ার কথা ছিল গত মার্চ মাসে। করোনার কারণে শুটিং স্থগিত হওয়ার পর বুধবার শুটিং শুরু হবে। সিনেমায় মূল চরিত্রে অভিনয় করছেন নুসরাত ফারিয়া ও অপূর্ব।

নাজিম উদ দৌলার উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে রাজনৈতিক থ্রিলার ‘কনট্রাক্ট’। এর পরিচালক তানিম নূর ও কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়।  

মূল চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ, জাকিয়া বারি মম, ইরেশ যাকের ও চঞ্চল চৌধুরী। আগামী মাসে এর শুটিং শুরু হবে।

অনম বিশ্বাসের ‘হোয়াট দ্য ফ্রাই’-এ অভিনয় করবেন বিদ্যা সিনহা মিম।

সংবাদ সম্মেলনে অর্চনা আনন্দ জানান, এ চারটি ওয়েব ফিল্ম সম্পূর্ণ বিনামূল্যে দেখা যাবে। এখন থেকে প্রতি মাসে একটি করে বাংলাদেশি কনটেন্ট প্রকাশ করবে জি ফাইভ। 

এ বিভাগের আরো খবর