কলকাতার বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন ভারতের বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। সোমবার তাকে নেয়া হয়েছে ভেন্টিলেশনে।
চিকিৎসকেরা জানিয়েছেন, করোনা আক্রান্ত এ অভিনেতার রক্তে ইউরিয়ার পরিমাণ বাড়ছে; কমেছে অণুচক্রিকার সংখ্যা। এ ছাড়া কিডনির সমস্যাও শুরু হয়েছে। হিমোগ্লোবিন ও অণুচক্রিকা কম থাকায় এরই মধ্যেই রক্ত দেওয়া হয়েছে তাকে।
সৌমিত্রের শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের তারতম্যও ভাবাচ্ছে চিকিৎসকদের। তার ওপর সোমবার এক্সরে রিপোর্টে তার বুকে প্যাচ পাওয়া গেছে, যা নিউমোনিয়া তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
চিকিৎসকেরা আরও জানান, অস্বাভাবিক হারে কমেছে সৌমিত্রের শরীরে অক্সিজেনের মাত্রা; নেমে গেছে প্রায় ৪০ শতাংশে। চেতনাও প্রায় নেই বললেই চলে।
অভিনেতার বয়স ও শারীরিক অবস্থা চিকিৎসার অন্যতম বাধা বলে মনে করছেন চিকিৎসকরা। পাশাপাশি মস্তিষ্কের সংক্রমণ ও স্নায়বিক অবস্থাও তাদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
মঙ্গলবার সৌমিত্রের শারীরিক অবস্থা ও পরবর্তী চিকিৎসা নিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে চিকিৎসকদের।
গত ২১ দিন ধরে দক্ষিণ কলকাতার বেলভিউ হাসপাতালে ভর্তি সৌমিত্র। এর মধ্যে ১৮ দিনই তিনি ছিলেন আইসিইউতে।