মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের সহযোগিতায় গণহত্যা, নারী ধর্ষণের মতো নির্মমতার খণ্ডচিত্র নিয়ে মঞ্চায়িত হবে নাটক ‘কনডেমড সেল’।
আগামী শুক্রবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটি মঞ্চায়িত হবে।
নাটকটি ‘প্রাঙ্গণেমোর নাট্যদল’-এর দশম প্রযোজনা। এর রচয়িতা অনন্ত হিরা। নির্দেশনা দিয়েছেন আউয়াল রেজা।
নাটকের সব ঘটনা কারা অভ্যন্তরে কনডেমড সেলকে ঘিরে। কারা বিধি বা রীতি অনুযায়ী শুধু মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদিরা থাকে এ সেলে।
প্রাঙ্গণেমোর নাট্যদলের সদস্য ও প্রচার বিভাগের দায়িত্বরত সারোয়ার সৈকত বলেন, এ নাটকের ঘটনা প্রবাহ ও সব চরিত্র কাল্পনিক। দর্শকের নিজের দেখা কোনো চরিত্র, ঘটনা বা অভিজ্ঞতার সঙ্গে যদি এ নাটকের কোনো চরিত্রের সাদৃশ্য খুঁজে পেলে দায় দর্শকেরই।
নাটকটিতে অভিনয় করেছেন নূনা আফরোজ, অনন্ত হিরা, আউয়াল রেজা, রামিজ রাজু, জাহিদুল ইসলাম, মাইনুল তাওহীদ, সবুক্তগীন শুভ, শুভেচ্ছা, তুহিন, সুজন, প্রীতি, সুজয়, প্রকৃতিসহ আরও অনেকে।