করোনা মহামারির কারণে প্রায় আট মাস বন্ধ থাকার পর শুক্রবার খুলল রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সের জনপ্রিয় সিনেমা হল স্টার সিনেপ্লেক্স।
সরকার ১৬ অক্টোবর থেকে সিনেমা হলগুলো খোলার অনুমতি দিলেও স্টার সিনেপ্লেক্স খুললো তার এক সপ্তাহ পর।
শুরুর দিনেই দুপুর ১টায় মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত ‘ঊনপঞ্চাশ বাতাস’ সিনেমাটি মুক্তি পায় এই প্রেক্ষাগৃহে।
সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে সন্ধ্যার শো শুরুর আগে সিনেপ্লেক্সের ১ নম্বর হলের সামনে বেশ ভিড় দেখা যায়। সবাই টিকিট কেনায় ব্যস্ত। কেউ কেউ লাইনে দাঁড়িয়ে পপকর্ন বা স্ন্যাক্স কিনছেন। হলের প্রবেশপথে দেখা গেল স্যানিটাইজার দিয়ে স্প্রে করে দিচ্ছে হল কর্তৃপক্ষ।
স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কেমন প্রস্তুতি নিয়েছেন জানতে চাইলে স্টার সিনেপ্লেক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘সরকারি যত নির্দেশনা ছিল আমরা তা পুরোপুরি মানছি।‘
তিনি বলেন, ‘শুধু তাই নয়, সরকারি নির্দেশনায় ছিল সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ৫০ শতাংশ আসনের টিকিট বিক্রি করা যাবে। কিন্ত আমরা ৪০ শতাংশ আসনের টিকিট বিক্রি করছি। কোনোভাবেই যেন কারো দ্বারা কেউ করোনায় আক্রান্ত না হয় সেই চেষ্টা আমরা করছি।’
দর্শক সাড়া কেমন পাচ্ছেন জানতে চাইলে ‘ঊনপঞ্চাশ বাতাস’ সিনেমার পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল বলেন , ‘করোনার এই সময়ে এতটা সাড়া পাব ভাবিনি। দর্শক তুলনামূলক কম৷ তবে এখনকার পরিস্থিতি বিবেচনায় বেশ ভালোই দর্শক দেখছি। আশা করি, দর্শকরা ভালো কিছু পাবেন। নিরাশ হবেন না।’
মিরপুর ডিওএইচএস থেকে আসা হাসিব বলেন, আমরা ছয় বন্ধু এসেছি ‘উনপঞ্চাশ বাতাস’ মুভিটা দেখতে। আশা করছি অনেকদিন পর ভালো পরিবেশে একটা ভালো মুভি দেখতে পাব।’
সামিরা বেগম এসেছেন পশ্চিম রাজাবাজার থেকে। তিনি বলেন, ‘বাসায় থাকতে থাকতে বাচ্চাদের মাঝে একঘেয়েমি এসে গিয়েছিল। সিনেপ্লেক্স খোলাতে খুব ভালো হলো।’