বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শিল্পকলায় ফিরল সাংস্কৃতিক চর্চা

  •    
  • ২৩ অক্টোবর, ২০২০ ২০:২৪

খোলার দিনেই জাতীয় নাট্যশালার মূল থিয়েটার ব্যবহারে বরাদ্দ দেয়া হয়েছে 'পালাকার' নাট্যদলকে। দলটি এ দিন শামীম সাগরের নির্দেশনায় সৈয়দ ওয়ালীউল্লাহর নাটক ‘উজানে মৃত্যু’ নাটকের মহড়া শুরু করেছে। 

বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যশালার মূল হলসহ এক্সপেরিমেন্টাল হল, স্টুডিও, জাতীয় চিত্রশালা মিলনায়তন, জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তন খুলে দেয়া হয়েছে।

শুক্রবার বিকেল থেকে একাডেমির জাতীয় নাট্যশালার মূল থিয়েটারে শুরু হয়েছে নাট্যদলগুলোর মহড়া।

খোলার দিনেই জাতীয় নাট্যশালার মূল থিয়েটার ব্যবহারে বরাদ্দ দেয়া হয়েছে 'পালাকার' নাট্যদলকে। দলটি এ দিন শামীম সাগরের নির্দেশনায় সৈয়দ ওয়ালীউল্লাহর নাটক ‘উজানে মৃত্যু’ নাটকের মহড়া শুরু করেছে। 

অন্যদিকে জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে মহড়া চলছে খেয়ালী নাট্যগোষ্ঠীর ‘স্বরণ ও প্রেমাঞ্জলি’ নাটকের।

‘রাজার চিঠি’ নাটক নিয়ে নাট্যদল জাগরণী থিয়েটার অনুশীলন করছে এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে।

একাডেমির জনসংযোগ কর্মকর্তা হাসান মাহমুদ নিউজবাংলাকে বলেন, ‘সংগঠনগুলো আবেদন করলে চলতি মাসের জন্য বিভিন্ন হল ও থিয়েটার রুম বরাদ্দ দেয়া হয়েছে।‘

সাংস্কৃতিক চর্চার জন্য একাডেমি আবারও খোলার জন্য কয়েকদিন আগেই বিজ্ঞপ্তি  দিয়ে মিলনায়তনসহ সেমিনার ও মহড়া কক্ষ খোলার কথা জানায়। এসব ব্যবহারে আগ্রহী নাট্য-সাংস্কৃতিক সংগঠনগুলোকে ২০ অক্টোবরের মধ্যে অনলাইন আবেদনের আহ্বান জানিয়েছিল শিল্পকলা একাডেমি।

মহামারি অবস্থা বিবেচনা করে মিলনায়তনসমূহ আপাতত শুক্রবার, শনিবার এবং সরকারি ছুটির দিনে খোলা থাকবে বলে জানান এই কর্মকর্তা।  

এ বিভাগের আরো খবর