পশ্চিমবঙ্গের রিয়্যালিটি শো সারেগামাপা এর চার বিচারক শ্রীকান্ত আচার্য, মনোময় ভট্টাচার্য, মিকা সিং ও আকৃতি কক্কর করোনায় আক্রান্ত। এ অবস্থায় নভেম্বরের মাঝামাঝি শো এর পরবর্তী শ্যুটিংয়ে করোনা-বিধি কঠোর ভাবে মেনে চলার জন্য বিচারকরা সংশ্লিষ্ট চ্যানেলে আবেদন করেছেন।
বিচারক সুরকার জয় এখনো সুস্থ আছেন। তবে জ্বরে আক্রান্ত রাঘব চট্টোপাধ্যায় ও ইমন চক্রবর্তী। গত ১৬ অক্টোবর কোভিড রিপোর্ট পজেটিভ আসে শ্রীকান্ত আচার্যর। আপাতত নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন।
কিছুদিন আগে মনোময় জ্বরে আক্রান্ত হন, সঙ্গে অন্যান্য উপসর্গও দেখা দেয়। ডাক্তার তাকে করোনা পরীক্ষা করাতে বলেন। রিপোর্ট পজেটিভ আসে। তিনিও রয়েছেন হোম কোয়ারেন্টাইনেই।
জয় সরকার ও সারেগামাপা এর সঞ্চালক অভিনেতা আবির চট্টোপাধ্যায় সুস্থ আছেন। অনেকেরই অভিযোগ রাজ্যের বাইরে থেকে আসা বিচারকদের থেকে করোনা ছড়িয়েছে সারেগামাপা এর সেটে। কিন্তু এই যুক্তি মানতে রাজি নয় চ্যানেল কর্তৃপক্ষ।
তাদের দাবি, মিকা এবং আকৃতি কক্কর শ্যুটিংয়ের আগে কলকাতায় এসেই বিধি মেনে ১৪ দিন ‘আইসোলেশনে’ ছিলেন। করানো হয়েছিল কোভিড টেস্টও। রিপোর্ট নেগেটিভ আসার পরই সেটে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। তাই তাদের কাছ থেকে সংক্রমণ ছড়ানোর কোনো সম্ভাবনা নেই।
তবে সারেগামাপা এর সেটে যে স্বাস্থ্যবিধি আরও কড়াকড়ি করার দরকার ছিল তা অনেকেই মানছেন।