বাংলাদেশ শিল্পকলা একাডেমির মিলনায়তনসহ সেমিনার, প্রশিক্ষণ ও মহড়া কক্ষতে সাংস্কৃতিক চর্চা শুরু হচ্ছে আগামী বুধবার।
রোববার বিকেলে শিল্পকলা একাডেমি এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাডেমির মিলনায়তনসহ সেমিনার ও মহড়া কক্ষ ব্যবহার করার জন্য আগ্রহী নাট্য-সাংস্কৃতিক সংগঠনগুলোকে আগামী মঙ্গলবারের মধ্যে আবেদন করতে হবে।
সংগঠনগুলোকে একাডেমির ওয়েবসাইটে(www.shilpakala.gov.bd) আবেদনের জন্য অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
এতে বলা হয়েছে, একাডেমির নাট্যশালার মূল হল, এক্সপেরিমেন্টাল হল, স্টুডিও হল, জাতীয় চিত্রশালা মিলনায়তন, জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তন আগামী শুক্রবার থেকে খোলা হবে।
মিলনায়তনসমূহ মহামারি অবস্থা বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত শুধুমাত্র শুক্রবার, শনিবার এবং সরকারি ছুটির দিনে খোলা থাকবে।