অতীত প্রেম আর হবু স্ত্রী এক ফ্রেমে বন্দি। মধ্যমণি, মানে নায়কের ভূমিকায় রণবীর কাপুর। এ মেলবন্ধন ঘটানোর নেপথ্যে রয়েছেন সঞ্জয় লীলা বনশালি।
১৯৫২ সালে মুক্তি পাওয়া বিজয় ভাট পরিচালিত ‘বৈজু বাওরা’ ছবির অনুপ্রেরণায় তৈরি হতে চলেছে নতুন এই সিনেমা, নাম একই।
এ সিনেমায়ই একসঙ্গে দেখা যাবে দীপিকা পাড়ুকোন, রণবীর কাপুর ও আলিয়া ভাটকে।
সিনেমায় থাকবেন দুজন নায়ক ও দুজন নায়িকা। সঞ্জয়ের কাছে সিনেমার গল্প শোনার পরপরই অভিনয়ে রাজি হয়েছেন তার পছন্দের দুই নায়িকা দীপিকা ও আলিয়া।
ছবির অন্যতম নায়ক বৈজুর ভূমিকায় দেখা যাবে রণবীরকে। মিনা কুমারী যে চরিত্রে অভিনয় করেছিলেন, অর্থ্যাৎ গৌরী চরিত্রে দেখা যাবে আলিয়ার। তবে সিনেমায় চমক দেখাবেন দীপিকাই। কারণ, তিনি থাকছেন রূপমতী চরিত্রে। যে চরিত্রটি দুর্ধর্ষ ডাকাত রানির চরিত্র। ১৯৫২ সালের সিনেমায় দীপিকার চরিত্রে অভিনয় করেছিলেন কুলদীপ কর।
সিনেমার মূল আকর্ষণ ‘তানসেন’ চরিত্রে কে থাকবেন তা নিয়ে কিছু জানাননি পরিচালক।