বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঊনপঞ্চাশ বাতাসে ভাসবে শহর!

  •    
  • ১৮ অক্টোবর, ২০২০ ২২:২৩

সিনেমাটি মুক্তির বিষয়ে পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল নিউজবাংলাকে বলেন, 'একটা বিশ্ব মহামারী। গত সাত মাস মানুষের মানসিক স্বাস্থ্যের পরিচর্যা করার কোনো সুযোগ ছিল না, এখনো নেই। এমন অবস্থায় সরকার যখন অনুমতি দিয়েছে্‌ আমি আমার ফিল্ম নিয়ে এগিয়ে আসতে পারি।'  

করোনা মহামারী সাত মাস ধরে স্থবির করে রেখেছিল ব্যবসা-বাণিজ্যসহ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে। চলচ্চিত্র অঙ্গনেও ছিল একই অবস্থা।

করোনার কারণে গত ১৯ মার্চ থেকে দেশের সিনেমা হলগুলো বন্ধ করে দেয়া হয়। গত ১৬ অক্টোবর থেকে হলগুলো খুলে দেয়ার অনুমতি দিয়েছে সরকার। তবে স্টার সিনেপ্লেক্স তাদের হলগুলো খুলবে ২৩ অক্টোবর। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রস্তুতি নিতেই অন্য হলগুলোর চেয়ে দেরিতে খুলছে স্টার সিনেপ্লেক্স।

প্রথম দিনেই স্টার সিনেপ্লেক্স মুক্তি দেবে মাসুদ হাসান উজ্জ্বলের ‘ঊনপঞ্চাশ বাতাস’। সিনেমার গল্প এবং চিত্রনাট্যও লিখেছেন পরিচালক নিজেই।

রেড অক্টোবরের প্রযোজনায় এ সিনেমায় অভিনয়ে করেছেন ইমতিয়াজ বর্ষণ, শার্লিন ফারজানা, এনামুল হক, মনোশ বন্দ্যোপাধ্যায়, নাভিল ফেরদৌস হাসান, ইলোরা গহর, খায়রুল বাশারসহ অনেকে।  

'ঊনপঞ্চাশ বাতাস' সিনেমায় শার্লিন ফারজানা

 

ঊনপঞ্চাশ বাতাসের মুক্তির তারিখ ছিল ১৩ মার্চ। করোনা মহামারীর কারণে সে সময় সিনেমাটির মুক্তি স্থগিত করা হয়।

নতুন এ সিনেমায় ‌‘এ শহর’, ‘যেখানে’, ‘প্রথম’ ও ‘চিবুক’ শিরোনামে চারটি গান রয়েছে।

সিনেমাটি মুক্তির বিষয়ে পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল নিউজবাংলাকে বলেন, 'একটা বিশ্ব মহামারী। গত সাত মাস মানুষের মানসিক স্বাস্থ্যের পরিচর্যা করার কোনো সুযোগ ছিল না, এখনো নেই। এমন অবস্থায় সরকার যখন অনুমতি দিয়েছে্‌ আমি আমার ফিল্ম নিয়ে এগিয়ে আসতে পারি।'  

তিনি বলেন, 'আমরা খুব স্বল্প সময়ে সিনেমা মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছি। তাই শুধু শহরের একটা হল, স্টার সিনেপ্লেক্সেই দেখানো হবে।'

মাসুদ হাসান উজ্জ্বল আক্ষেপ করে বলেন, ‘আমাদের জন্য কখনোই ফিল্ম বানানোর অনুকূল পরিবেশ ছিল না। এখনো নেই। এমন পরিস্থিতিতে ফিল্মকে পেশা হিসেবে নিতে অনেকেই উৎসাহ হারিয়ে ফেলবে।'

নতুন সিনেমার গল্প সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘এখনই কিছু বলতে চাইছি না। আমার নিজস্ব স্টাইল হিসেবে পোয়েটিক অ্যাপ্রোচ পছন্দ। এ সিনেমায় তা আছে। অবশ্যই আমি এটাকে প্রেমের গল্প বলব। কিন্তু এর প্রেজেন্টেশন টিপিক্যাল প্রেমের গল্পের মতো না। বিষয়বস্তু বেশ নতুন।'

এ বিভাগের আরো খবর