বলিউডে পা রাখতে চলেছেন আরো এক ‘স্টার কিড’। তিনি আমির খানের ছেলে জুনেদ খান।
যশরাজ ফিল্মস–এর ব্যানারে বলিউডে খাতা খুলতে চলেছেন জুনেদ। নায়ক হিসেবে কেরিয়ার শুরুর প্রথমেই করছেন বায়োপিক। গুজরাটের লেখক প্রখ্যাত সমাজ সংস্কারক করশনদাস মুলজির জীবন ও কাজ অবলম্বনে হবে এই ছবি।
বায়োপিকটি পরিচালনার দায়িত্বে রয়েছেন ‘হিচকি’র পরিচালক সিদ্ধার্থ মালহোত্রা।
জুনেদ খানের বলিউড অভিষেক কোনো চটজলদি সিদ্ধান্ত নয়।
আমেরিকান আকাদেমি অব ড্রামাটিক আর্টস্–এ দুইবছর প্রশিক্ষণ নিয়েছেন তিনি। এরপর তিন বছর যুক্ত ছিলেন থিয়েটারে। কাজ করেছেন প্রখ্যাত নাট্য পরিচালক কোসর ঠাকুর পদমসির তত্ত্বাবধানে। বোন ইরা খানের নির্দেশনাতেও মঞ্চে অভিনয় করেছেন জুনেদ।
আমিরের প্রথম পক্ষের স্ত্রী রীনা দত্তর সন্তান জুনেদ ২০১৪ সালের সুপার ডুপার হিট ছবি ‘পিকে’–তে পরিচালক রাজকুমার হিরানির সহকারিও ছিলেন।
এছাড়া অনুরাজ মনোহর পরিচালিত মালয়ালাম ছবি ‘ইশক’–এর একটি চরিত্রে দেখা গেছে জুনেদকে।
গত বছরই একটি সাক্ষাৎকারে ছেলের বলিউডে অভিনয় নিয়ে আমির বলেছিলেন, ‘জুনেদের উপযোগী কাজ খুঁজছি। আমি ওর অভিনয় দেখেছি। ও একজন দক্ষ অভিনেতা। তবু বলিউডে পা রাখতে গেলে অনেকগুলি পরীক্ষায় আগে তাকে পাস করতে হবে।’