ক্যান্সারের থার্ড স্টেজে রয়েছেন সঞ্জয় দত্ত। গত আগস্টে এ খবর ছড়িয়ে পড়তেই স্থবিরতা নেমে আসে বলিউডে।
দুশ্চিন্তায় পড়েন সঞ্জয় দত্তের ভক্তরাও। এ পর্যন্ত দুইবার হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। তবু নিজের অসুস্থতা নিয়ে কয়েক দিন আগে পর্যন্ত মুখ খোলেননি সঞ্জয়।
যখন সঞ্জয় দত্ত মুখ খুললেন, গলায় আত্মবিশ্বাসের সুর। বলেন, ‘ক্যান্সারকে হারিয়ে ঠিক ফিরে আসব।’ আর এটাই বোধহয় প্রিয় সঞ্জুবাবার গলায় শুনতে চেয়েছিল তার ভক্তকুল।
সবার থেকে বরাবরই একটু অন্যরকম নার্গিস-সুনীল পুত্র। তাই অসুস্থতা নিয়েও ঘরে বসে থাকা তার পছন্দ নয়। চলে গিয়েছিলেন বিখ্যাত হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিমের সেলুনে।
নিজেকে একটু সাজিয়ে-গুছিয়ে নিতে। এরপর সেখান থেকেই একটি ভিডিও শেয়ার করলেন সামাজিক মাধ্যমে। সেখানে তাকে বলতে শোনা গেছে, ‘আমি সঞ্জয় দত্ত। কতদিন পর সেলুনে এলাম। চুলও কাটালাম। দারুণ লাগছে।’
এরপরেই সঞ্জয় মাথার একটি কাটা দাগ দেখালেন। বলেলেন, দেখুন, এটা আমার সম্প্রতি পাওয়া একটি আঘাতের ক্ষত। কিন্তু আমি একে জয় করেছি। খুব তাড়াতাড়ি ক্যান্সারও সারিয়ে সুস্থ হয়ে যাব।’ ভিডিওতে ‘মুন্নাভাই’–এর সঙ্গে হাসিমুখে দেখা গেছে আলিম হাকিমকেও।
আগস্টে হঠাৎ অসুস্থ হয়ে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন সঞ্জয়। মনে করা হয়েছিল তিনি কোভিড-১৯ এ আক্রান্ত। কিন্তু করোনা রিপোর্ট নেগেটিভ আসার পর জানা যায় তার ক্যান্সার আক্রান্ত হওয়ার খবর।
কিছু দিনের মধ্যেই ‘শামসেরা’ ছবির জন্য শুরু করবেন ডাবিংয়ের কাজ। যশরাজ ফিল্মস–এর ব্যানারে এ ছবিতে সঞ্জয়ের সঙ্গে থাকবেন রণবীর কাপুর, বাণী কাপুর, রণিত রায়, ইরাবতী হর্ষে ।
গত জুলাইয়ে এ ছবি মুক্তির কথা থাকলেও করোনা পরিস্থিতি এবং লকডাউনের কারণে তা আটকে যায়। তা ছাড়া ‘কেজিএফ চ্যাপ্টার ২’–এর জন্যও প্রস্তুতি শুরু করে দিয়েছেন সঞ্জয়। সুতরাং, এখন ‘খলনায়ক’ ক্যান্সারকে হারিয়ে কাজে ফেরাই একমাত্র চ্যালেঞ্জ ‘নায়ক’ মুন্নাভাই–এর।