বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘বিজয়া’ থাকছে না দুর্গাপূজায়

  •    
  • ১৫ অক্টোবর, ২০২০ ০১:৫১

আবু হায়াত মাহমুদ ভুঁইয়া বলেন, 'যেহেতু সনাতন হিন্দু ধর্মালম্বী ভাই বোনেরা নাটকটি না দেখেও এটির প্রতি আপত্তি জানিয়েছে, আমরা দুর্গাপূজার এই উৎসবকে রঙিন করতে ও আপনারা যেন কোনো কারণে মনে কষ্ট না নিয়ে থাকেন সে জন্য বিজয়া নাটকটির প্রচার আপাতত স্থগিত করা হচ্ছে।'

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নির্মিত হয়েছিল ‘বিজয়া’ নাটক। তবে এক আইনি নোটিশের পর এর প্রচার স্থগিত করা হয়েছে।

১২ আক্টোবর নাটকটির পরিচালক আবু হায়াত মাহমুদ ভুঁইয়া, লেখক শোয়েব চৌধুরী, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও অভিনেতা ইরফান সাজ্জাদকে সাত দিনের মধ্যে নাটকটি প্রত্যাহার করতে আইনি নোটিশ পাঠান লিটন কৃষ্ণদাস নামের এক ব্যাক্তি।

নোটিশে তিনি নাটকটির বিরুদ্ধে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগ আনেন।  

বুধবার ফেসবুকে এক পোস্টে নাটকটির পরিচালক আবু হায়াত মাহমুদ ভুঁইয়া বলেছেন, নোটিশ পাওয়ার পর নাটকটির প্রচার কাজ বন্ধ রাখছেন তারা।

তিনি বলেন, ‌‘প্রযোজনা সংস্থা ক্রাউন এন্টারটেইনমেন্টের সঙ্গে একটু আগেই কথা বলে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু সনাতন হিন্দু ধর্মালম্বী ভাই বোনেরা নাটকটি না দেখেও এটির প্রতি আপত্তি জানিয়েছে, আমরা দুর্গাপূজার এই উৎসবকে রঙিন করতে ও আপনারা যেন কোনো কারণে মনে কষ্ট না নিয়ে থাকেন সে জন্য বিজয়া নাটকটির প্রচার আপাতত স্থগিত করা হচ্ছে। পরবর্তীতে আপনাদের নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করে আমরা প্রয়োজনীয় সিদ্ধান্ত নেব। ’

তিনি আরো বলেন, ‘অভিনেতা-অভিনেত্রীদের চরিত্রের প্রয়োজনে অনেক কিছু করতে হয়। এটা শুধু এ দেশে নয়, পৃথিবীর সব দেশেই। এভাবে হিন্দু-মুসলমান উল্লেখ করে বলাটাও কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতিকে আঘাত করা। ঈদে আমরা যেমন সবাই উৎসবে সামিল হই, পূজা সহ সকল ধর্মের এ রঙিন উৎসবগুলোতেও আমরা ধর্ম বর্ণ ভেদাভেদ ভুলে উৎসবে অংশগ্রহন করতে চাই। ’

‘বিজয়া’ নাটক নিয়ে তিনি বলেন, ’সম্প্রতি ক্রাউন এন্টারটেইনমেন্ট এর প্রযোজনায় পূজার জন্য একটা কাজ করলাম, নাম ‘বিজয়া’। কাজটি করার পর থেকে আমাদের কিছু ভাই উত্তেজিত হয়ে বলতে চাচ্ছেন এ নাটকে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে। যে কাজটির প্রচারতো দূরে থাক, টিজার, প্রোমো বা কোনো কিছুই প্রকাশ হয়নি। এটি কেমন করে ধর্মকে অবমাননা করলো আমি বুঝতে পারছি না। ’

এ বিভাগের আরো খবর