করোনা মহামারির কারণে প্রায় সাত মাস বন্ধ থাকার পর দরজা খুলছে রাজধানীর জনপ্রিয় সিনেমা হল স্টার সিনেপ্লেক্সের।
হল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২৩ অক্টেবর দর্শকদের জন্য খুলে দেয়া হবে এই সিনেমা হল। করোনা পরিস্থিতির কারণে দর্শক ও কর্মীদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেয়া হচ্ছে। এ কারণে ১৬ অক্টোবর দেশের সব হল খুললেও স্টার সিনেপ্লেক্স খুলবে ২৩ অক্টোবর।
এ প্রসঙ্গে স্টার সিনেপ্লেক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘সিনেপ্লেক্স দীর্ঘদিন বন্ধ থাকার কারণে কর্মীরা অনেকে ঢাকার বাইরে ছিলেন। সরকার হল খোলার অনুমতি দেয়ার তারা আসতে শুরু করেছেন।
‘তাদের করোনা টেস্ট, প্রয়োজনে কোয়ারেন্টিনে রাখাসহ স্বাস্থ্যসুরক্ষার সব পদক্ষেপ নেয়া হচ্ছে। তাই আমাদের একটু সময় লাগছে।’
করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে গত ১৯ মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সব সিনেমা হল।