লা মিজারেবল (২০১২) মিউজিকাল সিনেমার গীতিকার হারবার্ট ক্রেটজমার (৯৫) আর নেই। বুধবার শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি।
হারবার্ট ক্রেটজমার সাংবাদিকও ছিলেন। তবে গীতিকার হিসেবেই তিনি সুপরিচিত। লা মিজারেবল সিনেমার জন্য তিনি ব্যাপক সুনাম অর্জন করেছিলেন।
সোফিয়া লরেন ও পিটার সেলারসের বিখ্যাত গান ‘গুডনেস গ্রাশিয়াস মি’ এর গীতিকারও ছিলেন তিনি।
তার মৃত্যুর খবর জানিয়ে জানিয়ে টুইটারে এক পোস্টে গীতিকার টিম রাইস বলেন, ‘মহৎ গীতিকার, জনপ্রিয় গানের লেখক ও একজন থিয়েটারের মানুষ হারবার্ট ক্রেটজমার মারা গেছেন। আর আই পি হার্বি।’
লা মিজারেবলের প্রযোজক স্যার ক্যামেরন ম্যাকিন্টোশ বলেন, ‘লা মিজারেবলের গানের অসাধারণ কথাগুলোর মাঝেই আজীবন বেঁচে থাকবেন তিনি।’
২০১৩ সালে এক সাক্ষাৎকারে এ গীতিকার বলেছিলেন, লা মিজারেবলই তার বাকি জীবন ও ক্যরিয়ারকে স্মরণীয় করে রাখবে।
তিনি সাক্ষাৎকারে আরো বলেন, ‘লা মিজারেবল আমাকে আমার লন্ডনের ঘর আর আমার স্ত্রীকে আমার কাছে এনে দিয়েছে, যার সাথে সিনেমার ওপেনিং পার্টিতে প্রথম দেখা হয়েছিল।
‘আমি প্রায়ই ভাবি ক্যামেরন ম্যাকিন্টোশের সোফা এবং তার দরজার মধ্যকার কয়েক ফুট দূরত্ব কীভাবে আমার জীবনটাকে বদলে দিয়েছে।'
সূত্র: বিবিসি