‘গন গার্ল’, ‘ফাইট ক্লাব’ সিনেমার পরিচালক ডেভিড ফিঞ্চার এবার অস্কারজয়ী গ্যারি ওল্ডম্যানকে নিয়ে নতুন সিনেমা আনছেন নেটফ্লিক্সে।
অরসন ওয়েলসের বিখ্যাত ক্লাসিক ‘সিটিজেন কেইন’ সিনেমার লেখক হারমান জে ম্যাঙ্কেউইক্সকে নিয়ে তৈরি এ সিনেমার নাম ‘মাঙ্ক’। সিনেমায় হারমানের ব্যক্তিগত ও পেশাগত জীবনের টানাপোড়নের মাঝে ‘সিটিজেন কেইন’ সিনেমার স্ক্রিপ্ট লেখার গল্প দেখা যাবে। ১৯৩০ এর হলিউড নিয়ে এ পরিচালকের দৃষ্টিকোণ কেমন তাও বোঝা যাবে।
‘মাঙ্ক’ সিনেমায় হারমান জে ম্যাঙ্কেউইক্সের চরিত্রে দেখা যাবে গ্যারি ওল্ডম্যানকে। এতে অরসন ওয়েলস চরিত্রে টম বুর্ক, রিটা অ্যালেকজান্ডার চরিত্রে লিলি কলিন্স ও মারিয়ন ডেভিসের চরিত্রে আমান্ডা সেফ্রায়েড অভিনয় করবেন।
সিনেমাটি পরিচালকের কাছে খুব গুরুত্বপূর্ণ। কারণ ডেভিড ফিঞ্চারের বাবা জ্যাক ফিঞ্চার স্ক্রিপ্টটি লেখার কিছু দিন পরই মারা যান।
সম্প্রতি ডেভিড ফিঞ্চারের এ বহুল প্রত্যাশিত সাদা-কালো সিনেমার ট্রেইলার প্রকাশ করে নেটফ্লিক্স। চলতি বছর ডিসেম্বরের ৪ তারিখ নেটফ্লিক্সে দেখা যাবে ‘মাঙ্ক’। কিছু নির্বাচিত সিনেমা হলে নভেম্বরে সিনেমাটি মুক্তি দেওয়ার সম্ভাবনা রয়েছে।