ফেস্টিভ্যালের ফেসবুক পেজে আয়োজকরা বলেছে, ’বিশ্বব্যাপী কোভিড-১৯ পরিস্থিতির কারণে এবার আয়োজিত হচ্ছে না ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট। আমাদের প্রত্যাশা, আগামী বছর পরিস্থিতি স্বাভাবিক হলে আবার মাতব সবাই লোকগানের মূর্ছনায়।'
সঙ্গীতপ্রেমীদের জন্য দুঃসংবাদ। পাঁচ বছর ধরে হওয়া ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট এ বছর হচ্ছে না।
করোনাভাইরাসের কারণে ফেস্টিভ্যালের আয়োজক সান ফাউন্ডেশন লিমিটেড অনুষ্ঠানটি স্থগিত করেছে।
ফেস্টিভ্যালের ফেসবুক পেজে তারা এ সংবাদ জানিয়ে বলেছে, ’বিশ্বব্যাপী কোভিড-১৯ পরিস্থিতির কারণে এবার আয়োজিত হচ্ছে না ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট। আমাদের প্রত্যাশা, আগামী বছর পরিস্থিতি স্বাভাবিক হলে আবার মাতব সবাই লোকগানের মূর্ছনায়।'
‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট’ বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের লোকগীতিকে উপস্থাপন করার আয়োজন।
২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত ১৭ দেশের ৫০০ লোকসঙ্গীত শিল্পী এই আয়োজনে অংশ নিয়েছে।