আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতার পর ভিন্নধর্মী একটি কর্মসূচি আয়োজন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ (ডিইউএফএস)
বিশ্বের বিভিন্ন দেশের তরুণ নির্মাতাদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের বাছাই করা কিছু চিত্রনাট্য নিয়ে ছয় দিনব্যাপী অনলাইন প্রশিক্ষণ কার্যক্রম আয়োজন করছে চলচ্চিত্র সংসদটি।
এ আয়োজনে তাদের পাশে থাকছে ইউএনএইচসিআর ও গ্যেটে ইনস্টিটিউট বাংলাদেশ।
নির্বাচিত চিত্রনাট্যের লেখক বা পরিচালকদের জন্য কার্যক্রমের মধ্যে থাকছে স্ক্রিপ্ট ল্যাব, পিচিং সেশন, মাস্টারক্লাস ও ফিল্ম ফান্ডিং।
বাংলাদেশ থেকে আবেদনকারীদের মধ্য থেকে দুইজনের চিত্রনাট্য বাছাই করে তাদেরকে চলচ্চিত্র তৈরিতে আর্থিক সহায়তা দেবে আয়োজকরা।
ডিইউএফেসের আয়োজনটি নিয়ে সভাপতি ফেরদৌস খান নির্ঝর নিউজবাংলাকে বলেন, ‘আমাদের লক্ষ্য হলো তরুণ নির্মাতাদের একে অপরের সাথে পরিচিত করা। সে সঙ্গে ইন্ডাস্ট্রির অভিজ্ঞদের দিকনির্দেশনা দিয়ে তরুণ নির্মাতাদের সাহায্য করা।‘
ভবিষ্যতে তারা যেন এ প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে সামনে এগুতে পারে তার জন্যই এমন কর্মসূচি আয়োজন করছি আমরা।‘
এ প্রশিক্ষণ কর্মসূচিতে আবেদন করার শেষ সময় ১৯ অক্টোবর। ২৫-৩০ অক্টোবর পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে।
ইভেন্টটির লিংকঃ https://www.dufs.org/iiusff-talents-2020/