বয়স যত বাড়ছে তার গ্ল্যামার আর প্রতিভাও যেন বাড়ছে। তারুণ্যে ভরপুর এখনো। পাল্লা দিয়ে অভিনয় করছেন হাঁটুর বয়সী অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে।
শনিবার ১১ অক্টোবর ৭৮ বছর বয়সে পা রাখলেন বলিউডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন।
জন্মদিনে ভক্তদের জন্য খুশির খবর দিলেন নিজেই।
টুইটারে শেয়ার করা ভিডিওতে জানালেন, দক্ষিণ ভারতীয় অভিনেতা প্রভাস ও বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে একটি সিনেমায় অভিনয় করবেন তিনি। শিগগিরই শুরু হবে সিনেমার শুটিং।
টুইট বার্তায় তিনি লিখেছেন, 'গৌরবময় এই ছবির অংশ হতে পেরে আমি সম্মানিত।‘
এ সময় সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান বৈজয়ন্তী মুভিজের পঞ্চাশ বছর পূর্তিতেও শুভেচ্ছা জানান তিনি।
সিনেমাটি নির্মাণ করছেন নাগ অশ্বিন। তৃতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত একটি সায়েন্স ফিকশন হলেও মূলত অমিতাভ বচ্চনকে শ্রদ্ধা জানাতেই তৈরি হচ্ছে।
এ সিনেমা নিয়ে বৈজয়ন্তী মুভিজ একটি ভিডিও প্রকাশ করেছে। অমিতাভ অভিনীত অসংখ্য সিনেমার ছোট ছোট অংশ নিয়ে এই ভিডিও তৈরি করা হয়েছে।
ভিডিওর ক্যাপশনে লেখা, স্বয়ং কিংবদন্তি ছাড়া কিংবদন্তি সিনেমা বানানো অসম্ভব।
দীপিকা পাডুকোন এর আগে 'পিকু' সিনেমায় অমিতাভের সঙ্গে কাজ করলেও প্রভাস এই প্রথমবার তার সঙ্গে কাজ করছেন।
অমিতাভের পোস্ট করা ট্রেইলারটি শেয়ার করে প্রভাস লিখেছেন, ‘স্বপ্ন সত্যি হলো।‘
কিছুদিন আগে করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন অমিতাভ।
ঝুঁকি এড়াতে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে শুটিং শুরু হবে।
খুব শিগগিরই সিনেমাটির নাম জানা যাবে।