বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘কৃষকবিরোধী’ টুইট, কঙ্গনার বিরুদ্ধে মামলা

  •    
  • ১০ অক্টোবর, ২০২০ ১৩:৫৮

কঙ্গনার টুইটকে ‘কৃষকবিরোধী’ উল্লেখ করা এক আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে শুক্রবার কর্নাটকের টুমাকুরুর প্রথম শ্রেণির বিচারিক হাকিমের আদালত এ নির্দেশ দেয়।

কৃষি বিল নিয়ে করা টুইটের জেরে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ দিয়েছে ভারতের কর্ণাটক রাজ্যের একটি আদালত।

কঙ্গনার টুইটকে ‘কৃষকবিরোধী’ উল্লেখ করা এক আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে শুক্রবার কর্নাটকের টুমাকুরুর প্রথম শ্রেণির বিচারিক হাকিমের আদালত এ নির্দেশ দেয়।

রমেশ নায়েক নামের আইনজীবীর দাবি, দেশের কৃষকদের নিয়ে অপমানজনক মন্তব্যের পরও কঙ্গনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি প্রশাসন। তার অভিযোগ, কঙ্গনার ওই টুইটে দাঙ্গা বাঁধানোর উসকানি রয়েছে।

নতুন কৃষি বিলের বিরোধিতা করছে ভারতের বিভিন্ন সংগঠন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিলের বিরোধিতা করে ট্রাক্টর মিছিল করেছেন।

গত ২১ সেপ্টেম্বর করা টুইটে বিলের বিরোধিতাকারীদের সমালোচনা করেন কঙ্গনা।

টুইটে কঙ্গনা বলেন, ‘সিএএ (নাগরিকত্ব সংশোধন বিল) নিয়ে যারা গুজব ছড়িয়েছিল, দাঙ্গা বাঁধিয়েছিল; তারাই এখন কৃষক বিল নিয়ে গুজব, দেশব্যাপী সন্ত্রাস ছড়াচ্ছে। তারা সন্ত্রাসী। ভুল তথ্য ছড়াতে পারদর্শী এ মানুষগুলো খুবই পরিচিত।’

তার এ মন্তব্যের সমালোচনা করেছে কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এদিকে আদালতের আদেশের পর টুইটটি সরিয়ে নিয়েছেন কঙ্গনা।

সূত্র: দ্য কুইন্ট

এ বিভাগের আরো খবর