করোনাভাইরাসে আক্রান্ত বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চ্যাটার্জীর শারীরিক অবস্থা আজ স্থিতিশীল আছে।
শুক্রবার বিকেলে শ্বাস নিতে সমস্যা হওয়ায় তাকে নিবিড় চিকিৎসা কেন্দ্রে (আইটিইউ) নেয়া হয়।
অভিনেতার ঘনিষ্ঠ সূত্র জানায়,তার রক্তচাপ কমে গেছে এবং তাকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে।
সূত্র আরও জানায়, তার শ্বাস নেয়ার সমস্যা খুব গুরুতর কিছু নয়। কিন্তু করোনার পাশাপাশি অন্যান্য শারীরিক সমস্যা এবং বয়স বিবেচনা করে তাকে আইটিইউতে নেয়া হয়।
জ্বর থাকায় সৌমিত্রের করোনার পরীক্ষা করা হয়। সোমবার পজিটিভ ফলাফল আসে। মঙ্গলবার তাকে বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়।
তার পরিবারের অন্য সদস্যদের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।
সেপ্টেম্বরের শেষ সপ্তাহে সৌমিত্র একটি ওয়েব সিরিজের শুটিং করছিলেন। এর আগে পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ‘অভিযান’ ছবির শুটিং শেষ করেন।
মুম্বাই হাইকোর্ট ৬৫ বছরের বেশি বয়সের অভিনেতাদের ফিল্মের সেটে কাজ করার অনুমতি দেয়ার পর তিনি আবার শ্যুটিং শুরু করেন।
এ ব্যাপারে সৌমিত্র বলেন, ভ্যাকসিন না আসা পর্যন্ত ভাইরাস ওঁত পেতে থাকবেই। তাই বলে এতদিন তারা কাজ থেকে দূরে থাকতে পারেন না। এটি টিকে থাকার লড়াই।
সূত্র: টাইমস অফ ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস