বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সংস্কৃতি চর্চায় আর্থিক সহায়তা দেবে সরকার

  •    
  • ১০ অক্টোবর, ২০২০ ০০:১১

সারাদেশে স্বাস্থ্যবিধি মেনে সংস্কৃতি চর্চা শুরু করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। তিনি বলেছেন, সংস্কৃতি চর্চা এগিয়ে নিতে আর্থিক সহায়তা দেবে সরকার।

শুক্রবার বিকালে এক অনুষ্ঠানে তিনি  বলেন, ‘করোনার কারণে অনেকেই আজ মানসিকভাবে বিপর্যস্ত। সুষ্ঠু সংস্কৃতি চর্চা জাতির মানসিক বিকাশ ও মনন গঠনের অন্যতম মাধ্যম। এজন্য স্বাস্থ্যবিধি মেনে সারাদেশে সীমিত পরিসরে সংস্কৃতি চর্চা শুরু করতে হবে।‘

মৌলভীবাজার সার্কিট হাউজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতার জেলা পর্যায়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন প্রতিমন্ত্রী খালিদ।

এসময় বৃহত্তর সিলেট অঞ্চলকে সংস্কৃতি চর্চার তীর্থভূমি হিসেবে অভিহিত করেন তিনি।

সিলেট অঞ্চলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের বর্ণাঢ্য সংস্কৃতি নিয়ে উৎসব আয়োজনের পরিকল্পনা কথাও জানান তিনি।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ‘উৎসবে মৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী সম্প্রদায়সহ অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের বৈচিত্র্যময় সংস্কৃতিকে ফুটিয়ে তোলা হবে।‘

তিনি জানান, অর্থ সংকটে যাতে সংস্কৃতি চর্চা থেমে না থাকে সেজন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন সংগঠনকে আর্থিক সহায়তা দেয়া হবে।

প্রতিমন্ত্রী বলেন, ‘হল ভাড়ার জন্য সংস্কৃতি চর্চা যেন থেমে না থাকে। প্রয়োজনে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এজন্য ভর্তুকি প্রদান করা হবে।‘ 

এ বিভাগের আরো খবর