বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

স্পাইডার-ম্যানের গুরু ডক্টর স্ট্রেঞ্জ

  •    
  • ৯ অক্টোবর, ২০২০ ২২:৪০

স্পাইডার-ম্যানের পরামর্শদাতা পিটার পার্কারের চরিত্রে মারভেল আনছে ডক্টর স্ট্রেঞ্জকে

স্পাইডার-ম্যানের পরবর্তী সিনেমা নিয়ে একের পর এক নতুন চমক দর্শকদের সামনে হাজির হচ্ছে। কিছুদিন আগে জানা গেল স্পাইডার-ম্যান ভিলেন ‘ইলেক্ট্রো’ চরিত্রে আবারো অভিনয় করবেন জেমি ফক্স।

এবার স্পাইডার-ম্যানের পরামর্শদাতা পিটার পার্কারের চরিত্রে মারভেল আনছে ডক্টর স্ট্রেঞ্জকে। 

জনপ্রিয় ব্রিটিশ অভিনেতা বেনেডিক্ট কাম্বারব্যাচ ২০১৬ সালে মারভেলের সুপারহিরো সিরিজের ডক্টর স্ট্রেঞ্জ চরিত্রে অভিনয় করেন।

স্পাইডার-ম্যানের পরবর্তী সিনেমায় ডক্টর স্ট্রেঞ্জের চরিত্রে বেনেডিক্ট কাম্বারব্যাচকেই আনছে মারভেল। বেনেডিক্ট কাম্বারব্যাচ এবারের স্পাইডার-ম্যান টম হল্যান্ডের সঙ্গে মিলে সিনেমায় নতুন মোড় আনবেন।

সিনেমায় স্পাইডার-ম্যান ও ডক্টর স্ট্রেঞ্জের জুটি নতুন হলেও কমিকসে তাদের আগেও একসাথে দেখা গিয়েছে।  

স্পাইডার-ম্যান – ইলেক্টো - ডক্টর স্ট্রেঞ্জের ত্রিভুজ সুপারম্যান এ সিনেমাটি কি আসলেই পারবে দর্শকদের মন জয় করতে?

এ বিভাগের আরো খবর