কথায় আছে চল্লিশেই চালসে। কিন্তু সে সবের লেশ নেই চেহারায়। দুনিয়ায় তার ভক্তের সংখ্যাও কম নয়।
সেই শিল্পা শেঠিই নাকি প্রেমে চোট খেয়েছিলেন একসময়। এখন অবশ্য পুরোপুরি সংসারী।
গ্ল্যামার দুনিয়ায় অনেকের ক্ষেত্রেই প্রেমে ভাঙা-গড়া দেখা যায়। তবে শিল্পার মতো এ নিয়ে সোজাসাপ্টা কথা বলার ঘটনা কম।
বলিউড অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে শিল্পার তুমুল প্রেম কেন ভেঙে গিয়েছিল, এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘অক্ষয় আসলে আমাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়েছে।’
পরের প্রশ্ন ছিল, টুইঙ্কল খান্না অক্ষয়কে শিল্পার কাছ থেকে কেড়ে নিয়েছেন কি না। জবাবে শিল্পা বলেন, ‘মোটেই না। অক্ষয় না চাইলে কীভাবে আমাদের দুজনের সম্পর্কের মধ্যে তৃতীয় কেউ আসত?’
শিল্পার এই স্বীকারোক্তিতে শোরগোল শুরু হয়েছে বলিউডপাড়ায়। তবে এখানেই শেষ নয়।
শিল্পা নাকি এখনও ভুলতে পারেননি অক্ষয়কে। তিনি বলেন, ‘অতীত কি আর ভোলা যায়? তাকে বুকে নিয়েই তো এতগুলো বছর পথ চলছি। ভবিষ্যতেও চলব।’