বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বদলাচ্ছেন আয়ুষ্মান

  • লোপামুদ্রা ভৌমিক, কলকাতা    
  • ৯ অক্টোবর, ২০২০ ১১:১৯

আমূল পাল্টে যাচ্ছেন আয়ুষ্মান খুরানা। ‘ভিকি ডোনার’-এর ভিকি অরোরা, ‘বালা’র বালমুকুন্দ শুক্লা বা ‘বরেলি কি বরফি’র চিরাগ দুবে লুকে দেখা যাবে না তাকে। নতুন ছবিতে আয়ুষ্মান আসবেন টগবগে রূপে।

লুক পরিবর্তনে এরই মধ্যে শুরু হয়ে গেছে কঠিন পরিশ্রম। ছবির পরিচালক অভিষেক কাপুর। তবে ছবিটির নাম এখনও খোলাসা করেননি তিনি।

নিজের নতুন লুক কেমন হতে যাচ্ছে, তা জানাতে জিম সেশনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন আয়ুষ্মান। এর ক্যাপশন ছিল, ‘অন্য ধরনের ছবির জন্য অন্য ধরনের আমি।’ ‌

অভিনেতার ছবিটি এরই মধ্যে ভাইরাল হয়ে গেছে। তার এমন রূপের কথা হয়তো ভাবতে পারেননি সহকর্মীরাও। কমেন্টে ‘ওয়াও’ লিখেছেন অভিনেত্রী ভূমি পেডনেকর। 

অভিষেক কাপুরের স্ত্রী প্রজ্ঞা শুধু লিখেছেন ‘অভিনন্দন’। মুক্তি প্রতীক্ষিত ছবিটির প্রযোজকও প্রজ্ঞা।

প্রশ্ন উঠতেই পারে, কী করতে চলেছেন আয়ুষ্মান। তিনি সুপারম্যান কি না। উত্তর হলো, বিষয়টি তেমন কিছু নয়। 

এই ছবিতে আয়ুষ্মান একজন ‘ক্রস ফাংশনাল অ্যাথলেট’, যিনি একজন নামকরা প্রশিক্ষকও। 

ছবিতে আয়ুষ্মানের সঙ্গে কাজ করবেন বানি কাপুর। কিছুদিন আগে অক্ষয় কুমারের ছবি ‘বেল বটম’–এর কাজ সেরে লন্ডন থেকে মুম্বাইয়ে পা রেখেছেন বানি।

আয়ুষ্মান এখন রয়েছেন চণ্ডিগড়ে। সেখানেই হবে শুটিং। 

এ বিভাগের আরো খবর