সাবেক ব্রিটিশ রক ব্যান্ড পরকিউপাইন ট্রি মুক্তি দিতে যাচ্ছে ১৩টি ডিস্কের একটি অ্যালবাম বক্স সেট। নভেম্বরে মুক্তি পেতে যাওয়া এই অ্যালবামে থাকছে ১৯৯২-১৯৯৭ সাল পর্যন্ত তাদের সব অ্যালবাম ও সিঙ্গেলস। অ্যালবামটি মুক্তি পেতে যাচ্ছে স্ন্যাপার রেকর্ডসের ব্যানারে।
১৯৮৭ সালে ইংল্যান্ডে গঠিত পরকিউপাইন ট্রি ২০১০ সালে ভেঙে যায়। এই ২৩ বছরে তারা মুক্তি দিয়েছে ১০টি স্টুডিও অ্যালবাম, ১০টি লাইভ অ্যালবাম ও ছয়টি ইপি।
তাদের জনপ্রিয় অ্যালবামগুলোর মধ্যে রয়েছে ‘ইন অ্যাবসেনশিয়া’, ‘ডেডউইং’ ও ‘দ্য ইনসিডেন্ট’। সবশেষ অ্যালবাম ইনসিডেন্টের (২০০৯) জন্য তারা গ্র্যামি অ্যাওয়ার্ডের বেস্ট সারাউন্ড সাউন্ড অ্যালবাম ক্যাটাগরিতে মনোনীত হয়।
ব্যান্ডটির সঙ্গে স্ন্যাপার রেকর্ড কোম্পানির চুক্তি হয় ২০০৬ সালে। সেই চুক্তি অনুযায়ী পরকিউপাইন ট্রির আগের সব অ্যালবামের স্বত্ব এখন স্ন্যাপারের। কোম্পানিটি ২০২১ সালে ব্যান্ডের ডেডউইং অ্যালবামের একটি ডিলাক্স বক্স মুক্তিরও ঘোষণা দিয়েছে।