বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দেবরের মৃত্যুতে কাজলের আবেগঘন ইনস্টাগ্রাম পোস্ট

  • সুপ্রভা সরকার, ডেস্ক   
  • ৮ অক্টোবর, ২০২০ ১৩:০৯

বলিউড অভিনেত্রী কাজল তাঁর দেবর ও চলচ্চিত্র নির্মাতা অনিল দেবগনের মৃত্যুতে বুধবার ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন।

কাজল তাঁর পোস্টে দুর্গাপূজা প্যান্ডেলের একটি ছবি শেয়ার করে লেখেন যে দেবগন পরিবার এই বছর দুর্গাপূজা পালন করবে না।

তিনি আরও লেখেন , এই কঠিন সময়ে মা দুর্গার আশীর্বাদ তাঁর ‘সত্যিই প্রয়োজন’।

তিনি তার নোটে লেখেন, ‘এই বছর কোনও পুজো নেই তবে আমি জানি মা সবসময় আমার উপরে নজর রাখেন।’ কাজলের ইন্সটাগ্রাম নোটের ছবি

সোমবার রাতে আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে  মারা যান অনিল দেবগন। তাঁর বয়স হয়ছিল মাত্র ৪৫ বছর

অজয় দেবগণের ভাই কিংবা কিংবদন্তী অ্যাকশন ডিরেক্টর বীরু দেবগনের পুত্র হিসেবে নয়, পরিচালক এবং ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে নিজেও বলিউডের সঙ্গে যুক্ত থেকেছেন অনিল দেবগন।

‘রাজু চাচা’ (২০০০), ‘ব্ল্যাকমেল’ (২০০৫) সহ বেশ কয়েকটি ছবি পরিচালনা করেছেন অনিল। এর মধ্যে ‌‌‌ ‘রাজু চাচা’ ও ‘ব্ল্যাকমেল’ ছবিতে অজয় দেবগন অভিনয় করেছেন। অজয় অভিনীত ‘সন অফ সর্দার’ ছবির ক্রিয়েটিভ ডিরেক্টর ছিলেন অনিল।

মঙ্গলবার অজয় ​​দেবগন টুইটারে তাঁর ভাইয়ের একটি ছবি টুইট করে লেখেন, ‘আমি গত রাতে আমার ভাই অনিল দেবগনকে হারিয়েছি। তাঁর অকাল মৃত্যুতে আমাদের পরিবার ব্যথিত। মহামারির কারণে আমাদের ব্যক্তিগত প্রার্থনা সভা হবে না।’

সূত্রঃ এনডিটিভি ও হিন্দুস্তান টাইমস

এ বিভাগের আরো খবর