ভারতীয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার জের ধরে গ্রেপ্তার তার প্রেমিকা রিয়া চক্রবর্তীকে দেশ ছাড়ায় নিষেধাজ্ঞার শর্তে জামিন দিয়েছে আদালত।
মাদক কারবার ও সুশান্তকে মাদক সরবরাহ করার অভিযোগে গত ৮ সেপ্টেম্বর তাকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। এক মাস জেলে থাকার পর শর্তসাপেক্ষে জামিন পেলেন রিয়া।
আদালত বলেছে, রিয়া মাদক ব্যবসায়ী চক্রের সঙ্গে জড়িত নন। আর্থিক লাভের আশায় তার বিরুদ্ধে মাদক জোগান দেয়ার অভিযোগ থাকলেও তিনি তা করেননি।
বিচারক আশা করছেন রিয়া জামিনে থাকার সময়ে কোনো অপরাধে যুক্ত হবেন না।
সুশান্ত সিং রাজপুতের কর্মচারী দিপেশ সাওয়ান্ত ও সামুয়েল মিরান্ডাকেও জামিন দিয়েছে আদালত। তবে রিয়া চক্রবর্তীর ভাই শোইক জামিন পাননি।
রিয়া চক্রবর্তীর আইনজীবী সতীশ মানেশিন্ডে বলেন, ‘সত্য বিবেচনায় নিয়ে ন্যায়বিচার করেছেন বিচারক সারাং ভি কোতোয়াল।‘
জামিনের পরে ১০ দিন রিয়া চক্রবর্তীকে নিকটবর্তী থানায় হাজিরা দিতে হবে। এটি নিশ্চিত করতে তাকে ১ লাখ রুপির বন্ডে লিখিত দিতে বলা হয়েছে।
রিয়ার পাসপোর্ট থানার জমা রাখতে হবে ও আদালতের অনুমতি ছাড়া তিনি দেশ ত্যাগ করতে পারবেন না।