ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন কিংবদন্তি রক গিটারিস্ট এডি ভ্যান হেইলেন।
জনপ্রিয় রক ব্যান্ড ভ্যান হেইলেনের সহ-প্রতিষ্ঠাতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ছেলে ওলফগ্যাং।
৬৫ বছর বয়সী এ ডাচ-আমেরিকান শিল্পী গলার ক্যান্সারে ভুগছিলেন।
সেলিব্রেটিদের নিয়ে কাজ করা সংবাদমাধ্যম টিএমজি জানিয়েছে, গত এক বছর ধরে তিনি চিকিৎসা নিচ্ছিলেন। কিছুদিন আগে থেকে তাকে কেমোথেরাপি দেওয়া হচ্ছিল।
সবার আগে ভ্যান হেইলেনের মৃত্যুর সংবাদ দেয়া ওয়েবসাইটটি জানিয়েছে, মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকার সেইন্ট জনস হাসপাতালে মৃত্যু হয় শিল্পীর।
২০০৬ সাল থেকে ব্যান্ডের বেজ গিটারিস্ট ভ্যান হেইলেনের ছেলে ভলফগ্যাং এক টুইটবার্তায় বলেন, ‘মঞ্চ ও মঞ্চের বাইরে তার (এডি ভ্যান হেইলেন) সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত আমার জীবনের শ্রেষ্ঠ উপহার। তিনি ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ বাবা।‘
‘জাম্প’ গানের জন্য সবচেয়ে বেশি পরিচিত ভ্যান হেইলেন ব্যান্ড। ১৯৮৪ সালে গানটি যুক্তরাষ্ট্রের সংগীত চার্টের শীর্ষে ছিল। আরেক কিংবদন্তি মাইকেল জ্যাকসনের বিখ্যাত গান 'বিট ইট'-এ গিটার বাজিয়েছিলেন এডি ভ্যান হেইলেন।
এডি ভ্যান হেইলেনের স্বকীয়তায় অনুপ্রাণিত হয়েছিলেন পরবর্তী প্রজন্মের অনেক গিটারিস্ট।
তার মৃত্যুর সংবাদের পর রক জগতের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ‘মোৎজার্ট অফ রক গিটার’ বলে শ্রদ্ধা জানিয়েছেন। ‘কিস’ ব্যান্ডের ভোকাল জিন সিমন্স তাকে অভিহিত করেছেন ‘গিটার দেবতা’ হিসেবে।
সূত্র: বিবিসি