যুক্তরাষ্ট্রের রেগে, পপ গায়ক ও গীতিকার জনি ন্যাশ (৮০) মারা গেছেন।
স্থানীয় সময় মঙ্গলবার নিজ বাড়িতে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন ছেলে জন।
জনি ন্যাশ টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন শহরে জন্মগ্রহণ করেন। ছেলেবেলা থেকেই সঙ্গীতচর্চা শুরু করেন তিনি। ১৯৫৭ সালে ‘এ টিনেজার সিংগস দ্য ব্লুস’ গানটি গেয়ে আত্মপ্রকাশ হয় ন্যাশের।
জ্যামাইকার বাইরের রেগে গায়কদের মধ্যে ন্যাশ অন্যতম। দেশটির রাজধানী কিংসটনে গান রেকর্ড করতেন তিনি।
১৯৭২ সালে ন্যাশের বিখ্যাত ‘আই ক্যান সি ক্লিয়ারলি নাও’ শিরোনামের গানের অ্যালবাম ১০ লাখেরও বেশি কপি বিক্রি হয়। সে সময় বিলবোর্ড হট ১০০ চার্টে টানা এক মাস শীর্ষে ছিল গানটি।
১৯৭৫ সালে যুক্তরাজ্যে ন্যাশের ‘টিয়ারস অন মাই পিলো’ অনেক জনপ্রিয়তা পায়।
ন্যাশের ওয়েবসাইটে বলা হয়, কিংবদন্তী রেগে গায়ক বব মার্লিকে গান রেকর্ডে সহায়তা করেছিলেন ন্যাশ।
১৯৭০ ও ১৯৮০ সালে রচিত গানগুলো টেপ থেকে ডিজিটাল ফরম্যাটে রূপান্তরের কাজ সম্প্রতি শুরু করেছিলেন বিখ্যাত এ গায়ক।
সূত্র: বিবিসি