শ্রোতাদের জন্য নতুন গান নিয়ে আসছেন আসিফ আকবর। শিশুদের জন্য গানটি কবীর সুমনের লেখা ও সুর করা।
শিশুদের না বলা কথা, সময়ের সঙ্গে সঙ্গে তাদের বদলে যাওয়া ছেলেবেলা, সুন্দর আগামীর অনিশ্চয়তার মতো বিষয়গুলো থাকছে গানের কথায়। তার সঙ্গে কণ্ঠ মেলাবে একদল শিশু।
আসিফ আকবর গানটি নিয়ে নিউজবাংলাকে বলেন, “খাবারে বিষ, খেলার মাঠের সংকট আর নিরাপত্তার অভাব কপালে নিয়ে বেড়ে উঠছে নগর-গ্রামের ভবিষ্যৎ প্রজন্ম। দিন দিন যে পরিস্থিতি তৈরি হচ্ছে, তাতে অনিশ্চয়তার পথে হাঁটা ছাড়া কোনো গত্যন্তর নেই। ‘যা হবার হবে’ মানসিকতা নিয়ে সন্তানদের বড় করা হচ্ছে।”
‘শ্রদ্ধেয় অগ্রজ কবীর সুমন তাদের (শিশু) জন্য একটি গান তৈরি করে পাঠিয়েছেন আমাকে। সঙ্গে গাইবে একদল শিশু। এ গান ওদেরই জন্য। এ গান তাদের না বলা কথার গান।’
আসিফ বলেন, কোনো বাণিজ্যিক চিন্তা নেই এ গানে; আছে শুধুই ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালোবাসা।
নিউজবাংলার পাঠকদের জন্য গানের কিছু কথা তুলে দেওয়া হলো।
‘উড়ছে ঘুড়ি দূরে, নীল আকাশের সুরে
ডাকছে আকাশ শোনো, শুনছে না একজনও।
খেলার মাঠে বাড়ি, খেলার সঙ্গে আড়ি
খেলার জায়গা নেই, ঘুড়িটা উড়বেই
তার সাথে তাল মিলিয়ে আকাশটা উড়বেই।’